New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/crocodile-1.jpg)
সম্প্রতি এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে পরেছে সোশাল মিডিয়ায়। ডাঙার উপরে গিজ গিজ করছে কুমির।
চলছে লকডাউন। যথারীতি রাস্তাঘাট জনমানবশূন্য। খাঁ খাঁ করছে পর্যটন কেন্দ্রগুলি। খ্যাতনামা সমুদ্রতীরবর্তী অঞ্চল শূন্য। কোথাও কেউ নেই। আর তার ফলে ডাঙায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। কেউ হা করে মুখে খুলে শুয়ে, কেউ গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, কেউ অন্যজনকে বিরক্ত করছে, কেউ বা মন দিয়ে রোদ পোহাচ্ছে। তাদের জ্বালাতন করার জন্য কোনো মানুষ নেই। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি বলে জানিয়েছে এলাকাবাসী।
ঘটনাটিতে রয়েছে মেক্সিকোর সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। মেক্সিকো ডেইলি নিউজ সূত্রে খবর, এই দৃশ্য বেশ কিছু অঞ্চলে প্রথম দেখা গিয়েছে। ডাঙায় উঠে এতটা এগিয়ে আসতে এই প্রথম কুমিরদের দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কথায় পর্যটক থাকায় জলের বাইরে বেরতে চায় না কুমিররা।
সম্প্রতি এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে পরেছে সোশাল মিডিয়ায়। ডাঙার উপরে গিজ গিজ করছে কুমির।
In the absence of people, crocodiles take over Oaxaca beaches. https://t.co/u9G83pYd0n pic.twitter.com/Gdul54TDsb
— Mexico News Daily (@mexicond) April 13, 2020
No humans on the beach so the crocodiles decided to go body surfing! #PuertoEscondido #Oaxaca #Mexico #crocodile pic.twitter.com/XZnhDSyFFF
— Peter (@50Doogie) April 7, 2020
kol