New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/ghost.jpg)
গোটা গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে আত্মা।
করোনা পরিস্থিতির মাঝে বাড়ল ভূতের উপদ্রব। গোটা গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে আত্মা। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এক গ্রামে এই ভূতেদের দেখা পাওয়া গিয়েছে। যার ভয়ে ঘরবন্দি এলাকাবাসী। আর এটাই ছিল মূল লক্ষ্য। হ্যাঁ, এলাকাবাসীকে ঘরে রাখতে শেষমেষ ভূতের ভয় দেখাতে হয়েছে। এই ভূতের আবিষ্কার স্থানীয় প্রশাসনের।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দি রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়ার পড়েও, অনেকেই ঘরে না থেকে বেরিয়ে পড়ছেন। প্রশাসন তরফে জানান হয়েছে, ইন্দোনেশিয়ার গ্রামের মানুষজন করোনভাইরাস সম্পর্কে সচেতন নন। তাই তাঁদের ঘরে রাখার জন্য এই সিদ্ধান্ত। গ্রামের মানুষ, শরীরে সাদা কাপড় জড়িয়ে মুখে পাউডার মেখে রাতে ঘুরে বেড়াচ্ছেন।
An Indonesian village uses 'ghosts' to make people stay at home https://t.co/o4pHwSIJnT pic.twitter.com/tXYrjIeBKU
— Reuters (@Reuters) April 14, 2020