/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/amur-falcon.jpg)
অ্যামুর ফ্যালকন। এই পাখির সম্পর্কে বেশ কিছু তথ্য টুইটারে তুলে ধরেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক প্রবীণ কাসওয়ান। এরপরই পাখিটির সম্পর্কে জানার আগ্রহে ভাইরাল ছবি সহ তাঁর টুইট।
অ্যামুর ফ্যালকন দক্ষিণ-পূর্ব সাইবেরিয়া ও উত্তর চিনের পাখি। প্রতিবছরই এই দুই জায়গায় যাতায়াত করে। প্রবীণ কাসওয়ান টুইটারে জানিয়েছে, অ্যামুল ফ্যালকন
পাখি মঙ্গোলিয়া থেকে হিমালয় পেরিয়ে ভারতে প্রবেশ করে আরব সাগর হয়ে আফ্রিকা যায়। এই পাখিটি ২২,০০০ কিলোমিটার উড়তে পারে। প্রকৃতির এক আশ্চর্য বিস্ময়। নাগাল্যান্ডে তারা কয়েক হাজার আসে এবং কিছু সময়ের জন্য থাকে পুনরায় আবার আফ্রিকা ফিরে যায়।
তিনি আরও জানিয়েছেন, এই পাখি টানা পাঁচদিন না থেমে উড়তে পারে। এই যাত্রা পথে তারা ভারতে কিছু দিনের জন্য দাঁড়ায়। ৫দিন ১০ ঘণ্টায় ৫,৬০০ কিমি অতিক্রম করে অ্যামুর ফ্যালকন।
Today let me share story of Amur Falcon, a bird which crosses Himalayas enroute to India from Mongolia & Arabian Sea for going to Africa. This bird covers 22,000 KMs flying. One of the nature’s amazing wonder. In Nagaland they come in hundreds of thousands & stay for some time. pic.twitter.com/eO0OTzfWdC
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 28, 2020
While we were inside a female Amur Falcon named as ‘Longleng’, which flew non-stop for FIVE DAYS covering thousands of kilometres to reach Somalia in Nov last year, has returned to the Indian sub-continent. This reached India just recently. https://t.co/rIMmTu1Z6Jpic.twitter.com/ViTeFX5vV5
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 28, 2020
In one study three Amur falcons were radio tagged named as Naga, Pangati & Wokha. By 13 November they left Nagaland & by 25th December all three were in Southern Africa. With some halts in India. They took longest over water journey. Imagine the distance they covered flying. pic.twitter.com/ioCMa9YvCC
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 28, 2020
”Naga”, flew from Nagaland in India to Somalia in eastern Africa, for five days and 10 hours non-stop and covering a distance of some 5,600km. Since a million Amur falcons arrive in Nagaland, it is also called as Amur falcon capital of the world. pic.twitter.com/QVh6CalI8M
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 28, 2020