২২,০০০ কিমি উড়ে আসে পাখির দল, ভাইরাল তাদের কাহিনি

এই পাখি টানা পাঁচদিন না থেমে উড়তে পারে। এই যাত্রা পথে তারা ভারতে কিছু দিনের জন্য দাঁড়ায়।

এই পাখি টানা পাঁচদিন না থেমে উড়তে পারে। এই যাত্রা পথে তারা ভারতে কিছু দিনের জন্য দাঁড়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অ্যামুর ফ্যালকন। এই পাখির সম্পর্কে বেশ কিছু তথ্য টুইটারে তুলে ধরেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক প্রবীণ কাসওয়ান। এরপরই পাখিটির সম্পর্কে জানার আগ্রহে ভাইরাল ছবি সহ তাঁর টুইট।

Advertisment

অ্যামুর ফ্যালকন দক্ষিণ-পূর্ব সাইবেরিয়া ও উত্তর চিনের পাখি। প্রতিবছরই এই দুই জায়গায় যাতায়াত করে। প্রবীণ কাসওয়ান টুইটারে জানিয়েছে, অ্যামুল ফ্যালকন
পাখি মঙ্গোলিয়া থেকে হিমালয় পেরিয়ে ভারতে প্রবেশ করে আরব সাগর হয়ে আফ্রিকা যায়। এই পাখিটি ২২,০০০ কিলোমিটার উড়তে পারে। প্রকৃতির এক আশ্চর্য বিস্ময়। নাগাল্যান্ডে তারা কয়েক হাজার আসে এবং কিছু সময়ের জন্য থাকে পুনরায় আবার আফ্রিকা ফিরে যায়।

তিনি আরও জানিয়েছেন, এই পাখি টানা পাঁচদিন না থেমে উড়তে পারে। এই যাত্রা পথে তারা ভারতে কিছু দিনের জন্য দাঁড়ায়। ৫দিন ১০ ঘণ্টায় ৫,৬০০ কিমি অতিক্রম করে অ্যামুর ফ্যালকন।

Advertisment