করোনা পরিস্থিতিতে 'থ্রি ইডিয়টস' ছবির জনপ্রিয় সংলাপ ভাইরাল

যে করে হোক এই মারণ ভাইরাসকে তাড়াতে উঠে পরে লেগেছে তাবড় তাবড় বিজ্ঞানীরা। আমজনতাও হাত হাত মিলিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য মোকাবিলা করছে।

যে করে হোক এই মারণ ভাইরাসকে তাড়াতে উঠে পরে লেগেছে তাবড় তাবড় বিজ্ঞানীরা। আমজনতাও হাত হাত মিলিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য মোকাবিলা করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উড়ে এসে জুড়ে বসা ভাইরাসের জ্বালায় জর্জরিত গোটা বিশ্ব। ভাইরাস আতঙ্কে সবাই ত্রস্ত। যে করে হোক এই মারণ ভাইরাসকে তাড়াতে উঠে পরে লেগেছে তাবড় তাবড় বিজ্ঞানীরা। আমজনতাও হাত হাত মিলিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য মোকাবিলা করছে। লকডাউন পালন করা থেকে শুরু করে জনতা কার্ফু, মাস্ক ব্যবহার করছে দেশবাসী। এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে "থ্রি ইডিয়টস" ছবির একটি জনপ্রিয় সংলাপ।

Advertisment

থ্রি ইডিয়টস ছবির অভিনেতা শরমন যোশী বলছেন, "ভগবান মেঁ নন ভেজ ছোর দুঙ্গা হাজারও আগার বাত্তিয়া জ্বালুয়াঙ্গা,বাস এক কাম করদে, ভাইরাসকো ইস দুনিয়াসে উঠালে, নরকমে জ্বালা উসে, গরম তেল মে পাকোরে বানা উসকে ভগবান"।

Advertisment

coronavirus corona