scorecardresearch

মাস্ক নেই বাজারে, অভিনব পন্থা দেখে হেসে লুটোপুটি সোশাল মিডিয়া

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় যা দেখে রসিকতায় মেতেছে নেটপাড়া।

মাস্ক নেই বাজারে, অভিনব পন্থা দেখে হেসে লুটোপুটি সোশাল মিডিয়া

বাজারে নেই মাস্ক। এদিকে করোনা সংক্রমণের ভয়ে মাস্ক পরা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। দোকানে দোকনে হন্যে হয়ে ঘুরে বেশি টাকা দিয়েও মাস্ক পাওয়া যাচ্ছে না। তাই মানুষ এখন মাস্কের বিকল্প হিসেবে রুমাল ব্যবহার করছেন। কেউ কেউ ভাইরাসকে আটকানোর জন্য ভিন্ন পথ বেছে নিয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় যা দেখে রসিকতায় মেতেছে নেটপাড়া।

এক বাইক আরোহী মাস্ক না পেয়ে মাথায় ডায়াপার পরে বেরিয়ে পরেছেন। মুখের সামান্য কিছু অংশ শুধু দেখা যাচ্ছে। লকডাউনের সময় তাঁকে রাস্তায় আটকায় পুলিশ। এরপর তিনি জানান, মাস্কের অনেক দাম, পাওয়া যাচ্ছে না। তাই সে ডায়াপার পরেছেন। আমি সচেতন নাগরিক। তাই উপায় না পেয়ে ডায়াপার পরেছি।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Corona outbreak viral video one man wear diaper