New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/viral-pooja.jpg)
ধিনচাক পূজা তাঁর র্যাপ 'সেলফি মেয়নে লে লি' এবং 'দিল কা শুটার" এর মতো গান রচনা করে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন।
খবরের শিরোনামে এখন শুধুই করোনা ভাইরাস। যার সংক্রমণ আটকাতে মরিয়া গোটা বিশ্ব। ভারতের একাধিক মানুষকে ঘরবন্দি করা হয়েছে। স্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছে, অধিকাংশ অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ঠিক এই সময়, সোশাল মিডিয়া বহুদিন পর ফের ভাইরাল হলেন বিগ বস ফেরত ধিনচাক পূজা।
লঞ্চ করলেন তাঁর নতুন কম্পোজ করা গান। এর আগে ধিনচাক পূজা তাঁর র্যাপ 'সেলফি মেয়নে লে লি' এবং 'দিল কা শুটার" এর মতো গান রচনা করে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। ঠিক সেই ধাঁচেই আবারও গান লিখেছেন পূজা-"করোনা করোনা কাম ইয়ে কারো না, দুয়া ইয়ে কারো না, কিসি কো ইয়ে হো না।"
দেখুন সেই ভাইরাল ভিডিও