Advertisment

করোনা ভাইরাসের জের, এক টুকরো খাবার নিয়ে লড়াই কয়েকশো বাঁদরের

পরোক্ষভাবে করোনা ভাইরাসের আতঙ্কজনিত পরিস্থিতির শিকার হয়েছে পশুজন্তুরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা ভাইরাসের জেরে পর্যটক নেই, তাই বাঁদরদের খাবার জুটছে না। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে এক টুকরো খাবারের জন্য শয়ে শয়ে বাঁদর রাস্তায় মেনে লড়াই করছে। ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার প্রবীন কাসওয়ান।

Advertisment

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস সংক্রমণকে অতিমারী ঘোষণা করেছে। বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। আক্রান্ত কয়েক লক্ষ মানুষ। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ভারতেও একটি মৃত্যু ঘটেছে। যত দিন যাচ্ছে সারা বিশ্বের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গুগল তার কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। যার জন্য থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় পর্যটকের আনাগোনা কমে গিয়েছে। পরোক্ষভাবে করোনা ভাইরাসের আতঙ্কজনিত পরিস্থিতির শিকার হয়েছে পশুজন্তুরা।

coronavirus
Advertisment