Advertisment

করোনা আতঙ্কে ফিরে এল সুস্থ পরিবেশ! বদলে গেল চেনা ছবি

করোনা আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছে স্কুল, আর ফাঁকা পড়ে থাকা স্কুলের মাঠে ঘুরে বেড়াচ্ছে বন্য টার্কির দল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা ভাইরাস সম্পর্কিত সমস্ত খারাপ খবরের মাঝেও রয়েছে মন ভালো করার খবর। বিশ্বজুড়ে বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি। গাড়ি চলাচল প্রায় বন্ধ। কাজেই রাস্তা ঘাট ফাঁকা। আতঙ্কে ঘরের বাইরে পা দিচ্ছে না মানুষ। কাজেই, বিগত কয়েকদিনে কমেছে দূষণের মাত্রা। বদলে গিয়েছে আধুনিক জামানার চেনা ছবি। মুক্ত হয়েছে পশু পাখি, বাতাসে অক্সিজেনের লেভেল বৃদ্ধি পেয়েছে। যেখানে সেখানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাদের।

Advertisment

গতকাল জাপানের নারা পার্ক সংলগ্ন এলাকায় ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল একপাল হরিণকে। বিরল প্রজাতির সিকা হরিণের বাসস্থান জাপানের এই নারা পার্কে। বেশ দীর্ঘদিন ধরে এই পার্কে পর্যটকের উপদ্রব কম। বনবিভাগের কর্মীরাও নেই বললেই চলে। তাই বাধনহীনভাবে শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল একদল হরিণকে। এমনই দৃশ্য ধরা পড়েছে ক্যালিফোর্নিয়ার পশ্চিম ওকল্যান্ডের বন্ধ স্কুলের মাঠে। করোনা আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছে স্কুল, আর ফাঁকা পড়ে থাকা স্কুলের মাঠে ঘুরে বেড়াচ্ছে বন্য টার্কির দল। একইভাবে, থাইল্যান্ডের লোপবুড়ি শহরের বন্ধ স্কুল, শপিং মলে দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের দল।

coronavirus corona
Advertisment