বাড়ি থেকে খবর পড়ার সময় খালি গায়ে ক্য়ামেরার সামনে চলে এলেন সাংবাদিকের বাবা

এক মহিলা সাংবাদিক বাড়ি থেকে খবর পরছে। এরপর কী পরিস্থিতি তৈরি হল দেখুন।

এক মহিলা সাংবাদিক বাড়ি থেকে খবর পরছে। এরপর কী পরিস্থিতি তৈরি হল দেখুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাড়ি থেকে অফিসের কাজ করার মধ্যে রয়েছে হাজারটা সমস্য়া। তবে মজাও রয়েছে। একাধিক বাড়ির বাকি থেকে যাওয়া কাজ সেরে নেওয়া যায়। যেমন বইয়ের তাক, আলমারি গোছানো থেকে শুরু করে রান্নাঘর ও বাথরুম পরিস্কারের মতো কাজ। কিন্তু এর মাঝে মাঝে অফিসের কাজ করা বেশ অসুবিধাই বটে। সম্প্রতি, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে , যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা সাংবাদিক বাড়ি থেকে খবর পরছেন। এরপর কী পরিস্থিতি তৈরি হল দেখুন।

Advertisment

আমেরিকার সানকোস্ট নিউজ নেটওয়ার্কের সাংবাদিক জেসিকা ল্যাং ফ্লোরিডা বাড়ি থেকে খবর পরছিলেন, সেই মত রান্নাঘরে ক্যামেরা সেট করেছিলেন। হঠাত্্ই খালি গায়ে বেরিয়ে আসেন সাংবাদিকের বাবা। তিনি জামা পরতে পরতে ঘরে প্রবেশ করছিলেন। যা দেখে খবর পরা থামিয়ে দেন সাংবাদিক। অস্বস্তিতে পড়ে যান জেসিকা। জেসিকা নিজেই এই ভিডিও শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডলে। এরপরই তা ভাইরাল হয়ে যায়।

coronavirus corona