ঘরবন্দি থেকে বিশ্বরেকর্ড যুবকের, ভিডিও দেখে অবাক নেটিজেন

এক ঘন্টায় কতগুলো পুশ আপ করা সম্ভব তা দেখাতে চেয়েছিল এই যুবক।

এক ঘন্টায় কতগুলো পুশ আপ করা সম্ভব তা দেখাতে চেয়েছিল এই যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের বহু দেশে মানুষ ঘরবন্দি। বাড়ি থেকে বেরনো তো দূর, রোজকার শরীরচর্চাতেও ব্যাঘাত ঘটেছে। অফিসের কাজ চলছে বাড়ি থেকে। ২৪ ঘন্টা যে কতটা লম্বা তা বেশ ভালো বুঝতে পারছে মানুষ। এই সময় অহেতুক নষ্ট করতে চায়না বেশ কিছু মানুষ। রান্না, ছবি আঁকায় ব্যস্ত হয়ে উঠেছেন অনেকে। যো যার প্রতিভাকে টেনে হিঁচড়ে বের করে ধুলো ঝেরে পুরোনো অভ্যাস গুলোকে ঝালিয়ে নিচ্ছেন। তেমনই বাড়িতে বসেই বিশ্ব রেকর্ড করলেন যারাদ ইয়ং।

Advertisment

অস্ট্রেলিয়ার বাসিন্দা ইয়ং। ইনি ইতিহাস গড়তে চেয়েছিল। এক ঘন্টায় কতগুলো পুশ আপ করা সম্ভব তা দেখাতে চেয়েছিল এই যুবক। করোনা পরিস্থিতির জেরে লকডাউনকে সঠিক সময় বলে মনে করছেন তিনি। ঘন্টায় ২৮০৬টি পুশ আপ করে ওয়ার্ল্ড গিনিশ বুকে নাম তুলে নিলেন ইয়ং। যা দেখে অবাক সোশাল মিডিয়া। তার ঘন্টা খানেকের ভিডিও ইতিমধ্যে ভাইরাল।

coronavirus corona Lockdown