New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/viral-feature-1.jpg)
লকডাউনে বিবর্তন দ্রুত ঘটছে। বানর ঘুড়ি ওড়াচ্ছে। দেখুন ভিডিও
বেশ কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় নেট নাগরিকরা নস্টালজিয়ায় মেতেছে। ফিরেছে দূরদর্শনের মহাভারত, ফিরেছে বিকেলে ছাদের পাইচারি, ফিরেছে ছোট বেলা, প্রকৃতিও পুরোনো হেলদোলে গুন গুন করছে। তাই মজা করে অনেকেই বলছেন, করোনা পরিস্থিতিতে পুরোনো সব ফিরে এলে, কোন দিন দেখা যাবে ডায়নোসর এসে হাজির হয়েছেন। না এমনটা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু সম্প্রতি যে হারে পশু পাখি নিজেদের মেজাজ দেখানো শুরু করেছে, তাতে করোনার মেঘ কাটলে খানিক শঙ্কিত থাকতে হবে তা বলা বাকি রাখে না।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক বানর ঘুড়ি ওড়াচ্ছে। ঘুড়িটি হাতে পেতে চট জলদি সুতোয় টান দিচ্ছে সে। ভিডিওটি শেয়ার করেছেন এদিন ভারতীয় অরণ্য পরিষেবা বিভাগ ( আই এফএস) এর কর্তা সুশান্ত নন্দ। ভিডিওটির সঙ্গে তিনি জানিয়েছেন, লকডাউনে অভিব্যক্তি দ্রুত ঘটছে। বানর একটি ঘুড়ি ওড়াচ্ছে। তিনি নিশ্চিতভাবে জানিয়েছে ভিডিওটিতে বানর ঘুড়ি ওড়াচ্ছে।
Evolution happening fast due to lockdown????
Monkey flying a kite. Yes it’s a monkey for sure???? pic.twitter.com/6W8MtpPK43
— Susanta Nanda IFS (@susantananda3) April 16, 2020