New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/feature-1.jpg)
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে দেখে শিউরে উঠছে গোটা দেশ।
করোনা সন্দেহে দু-জন রোগীর হদিশ পাওয়া গিয়েছিল এলাকায়। সেই রোগী আদৌ করোনা আক্রান্ত কি না তা পরীক্ষা করতে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু, পরীক্ষা তো দূর, জনতার রোষের মুখে পড়লেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জানা গিয়েছে, বুধবার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরের টাট পাট্টি বাখাল এলাকায়।
সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের স্ক্রিনিংয়ের জন্য গিয়েছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সেখানে তাদের ওপর চড়াও হয় এলাকার বাসিন্দার। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে তেড়ে যায় তাদের দিকে। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) পরে ওই এলাকায় যান স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। সেখানে তাঁদের লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়া হয়।
মিনিট খানেকের ওই ভিডিয়োয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে দেখে আঁতকে উঠছে নেট নাগরিকরা। কিন্তু, ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল তা স্পষ্টভাবে জানা যায়নি।
#WATCH Madhya Pradesh: Locals of Tatpatti Bakhal in Indore pelt stones at health workers who were there to screen people, in wake of #Coronavirus outbreak. A case has been registered. (Note-Abusive language) (1.04.2020) pic.twitter.com/vkfOwYrfxK
— ANI (@ANI) April 1, 2020
While watching this video of Indore (M.P) where Doctors are being chased & stones bein hurled on them one feels very strongly that #ShootatSight orders should be announced. These terrorists deserve to be behind bars. It’s frightening. #NizamuddinMarkaj pic.twitter.com/jj3RRIXzX3
— Ashoke Pandit (@ashokepandit) April 1, 2020
#NijamuddinMarkaz
This happened in Indore.
So heartbreaking to see this... pic.twitter.com/7rrolW3ukx pic.twitter.com/ckhhj4jM2v— Lokesh Kumar (@breaker_lucky) April 2, 2020