Advertisment

করোনা পরিস্থিতিতে যাঁরা নিজেদের কর্তব্যে অটল অভিনব কায়দায় তাঁদের সম্মান জানাল দমকলকর্মীরা

হুটার, ঘন্টা, হর্ন, যার মারফত আমরা বুঝতে পারি, জীবনের ঝুঁকি নিয়ে কয়েকদল মানুষ ছুটে যাচ্ছে আগুন নেভাতে, সেগুলো বাজিয়ে সম্মান জানালেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কঠিন পরিস্থিতিতে যাঁরা নিজেদের কর্তব্যে অটল ছিল সেই সমস্ত সমাজকর্মীকে উত্্সাহিত করতে যে বার্তা মোদি দিয়েছিলেন, রবিবার বিকেল পাঁচটা বাজতেই তা অক্ষরে অক্ষরে পালন করল দেশবাসী। শাঁখ,কাসর, ঘন্টা, হাততালি দিয়ে সম্মান জানান হল তাদের যাঁরা করোনার মুখোমুখি হয়ে লড়ছে। এদিনের রাস্তা ঘাটের ছবিতে স্পষ্ট ঘরের বাইরে পা রাখেননি মানুষ। তবে অত্যুত্্সাহী কিছু মানুষকে দেখা গেল আবার বাজি পোড়াতে। কিন্তু, সম্পূর্ণ অন্যভাবে সম্মান জানাল পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা।

Advertisment

দমকল কর্মীদের কাজের ক্ষেত্রে যে বিষয়গুলি অতি প্রয়োজনীয়, যেমন হুটার, ঘন্টা, হর্ন, যার মারফত আমরা বুঝতে পারি, জীবনের ঝুঁকি নিয়ে কয়েকদল মানুষ ছুটে যাচ্ছে আগুন নেভাতে, সেগুলো বাজিয়ে সম্মান জানালেন তাঁরা। তাদের এই সম্মান জ্ঞাপনের ভিডিও মন কেড়েছে সোশাল মিডিয়ার। অগত্যা, নেটিজেনদের হাতে ভাইরাল তাদের ভিডিও।

দেখুন ভিডিও...

coronavirus corona
Advertisment