New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-7.jpg)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যেই বিয়ে করছেন এক দম্পতি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যেই বিয়ে করছেন এক দম্পতি
চলছে বিয়ের মরসুম। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় এক দম্পতির ভিডিও জোর চর্চায়। ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে বিয়ে করছেন দম্পতি। তাদের বিয়ে দেখতে সেখানে ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ।
বিয়ের মরসুমে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই সামনে আসে একের পর এক বিয়ের ভিডিও। বিয়ে সংক্রান্ত একাধিক ভিডিও সামনে আসলেও আজ এমন একটি বিয়ের ভিডিও সামনে এসেছে যাকে দেখে আঁতকে উঠেছে নেটপাড়ার মানুষজন। ভাইরাল ভিডিওতে দেখা যায় বিয়ের ভেন্যু চলন্ত ট্রেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যেই বিয়ে করছেন এক দম্পতি। ছেলেটি ট্রেনের ভিতরে মেয়েটির কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এর পরে তাকে মঙ্গলসূত্র পরিয়ে দেয় যুবক। এরপর হয় মালাবদল। তাদের চারপাশে প্রচুর মানুষের ভিড় দেখা যায়।
এই ভিডিওটি max_sudama_1999 নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ৬৩ হাজার মানুষ। কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন- এটাকে প্রেমের বিয়ে নয়, ট্রেন ম্যারেজ বলা হবে।