New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_05c013.jpg)
রোমান্টিক রিল করতে গিয়ে 'অপমানিত' হয়েছেন এক দম্পতি।
রোমান্টিক রিল করতে গিয়ে 'অপমানিত' হয়েছেন এক দম্পতি।
রোমান্টিক রিল করতে গিয়ে 'অপমানিত' হয়েছেন এক দম্পতি।
Viral Video: বর্ষার বিকেল! রিল বানাতে মগ্ন দম্পতি। হঠাৎ করেই ছন্দ পতন। খুব মজার একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রোমান্টিক রিল করতে গিয়ে 'অপমানিত' হয়েছেন এক দম্পতি। দম্পতি তাদের রোমান্টিক হাঁটার রিল তৈরি করার চেষ্টা করছিলেন যখন একটি পথ কুকুর এসে তাদের সেই সুন্দর মুহূর্ত কেড়ে নিয়ে হিরো হয়ে যায়।
মানুষ রিলের নেশায় এতটাই মগ্ন যে প্রতি মুহূর্তের রিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। খাবার খাওয়া থেকে শুরু করে তাদের হাঁটা, নাচ এবং গান গাওয়া সবকিছুই রিলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন একাংশের মানুষ। সোশ্যাল মিডিয়ায় লাইক এবং ভিউয়ের জন্য মানুষের মধ্যে এমন প্রতিযোগিতা চলছে যে তারা রিলটিকে ভাইরাল করতে যে কোনও প্রান্তে যেতে প্রস্তুত। এমনই এক দম্পতির একটি ভিডিও ভাইরাল হয়েছে । যাদের রিল বানানোর পরিকল্পনা ভেস্তে দিয়েছে একটি কুকুর।
আসলে, এক দম্পতি কোন এক জায়গায় বেড়াতে গিয়েছিল। এই সময়, জায়গা এবং আবহাওয়ার সুযোগ নিয়ে তারা একটি রোমান্টিক রিল করার সিদ্ধান্ত নেন। এ জন্য সব রকমের ব্যবস্থাও করেছিলেন এই দম্পতি। এরপর হঠাৎ কোথা থেকে একটি কুকুর এসে দম্পতির রিল তৈরির সেই মুহূর্ত এমন ভাবে নষ্ট করে দেয় যে বিষয়টি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। কুকুরটি দম্পতির মোবাইল ক্যামেরায় প্রস্রাব করে সেখান থেকে চলে যায়।
আরও পড়ুন - < Viral Video: সাবলীল ইংরেজিতেই মন জয়, অটো চালকের ‘কেতাদুরস্ত স্টাইল’ চমকে দেবে! >
Dog be like: Leh moot diya tere romantic reel peh🤣. pic.twitter.com/E5NK0M58C8
— Death Hammer (@death_hammer_) July 11, 2024
ভাইরাল হওয়া এই ভিডিওটি @death_hammer_ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে। মাত্র 11 সেকেন্ডের এই ভিডিওটি লেখার সময় পর্যন্ত, লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছেন এবং পছন্দ করেছেন। একই সঙ্গে অনেকেই ভিডিওটিতে কমেন্ট করে তাদের মতামতও দিয়েছেন। ভিডিওটিতে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন।