New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-96.jpg)
ভিডিও ভাইরাল হতেই দম্পতির জয়জয়াকার
ভিডিও ভাইরাল হতেই দম্পতির জয়জয়াকার
ভিডিও ভাইরাল হতেই দম্পতির জয়জয়াকার
ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। ৩৫ তম জন্মদিনে শতরান করে টিম ইণ্ডিয়ার জয়ে বিরাট অবদান রেখেছেন কোহলি। এর ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অনন্য ভিডিও। যা ক্রিকেটপ্রেমীদের উৎসাহকে বাড়িয়ে দিয়েছেন বহুগুণে।
আসলে ৫ নম্ভেম্বরঅ বিয়ের অনুষ্ঠান ছিল মহারাষ্ট্রের এক তরুণীর। আর ওই দিনেই পড়েছিল ক্রিকেট বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ। টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ দেখতে এলাহি আয়োজন করেছেন তরুণী। বিয়ের অনুষ্ঠানের মাঝে জায়ান্ট স্ক্রিনে চলছে খেলা দেখার পালা। একই সঙ্গে মন্ডপের অপর প্রান্তে চলছে বিয়ের যাবতীয় আয়োজন। সেই সঙ্গে মণ্ডপে লাগানো হয়েছে ডিজে বক্সও।
ভাইরাল এই ভিডিও ক্লিপে আপনি স্পষ্টভাবে ম্যাচের লাইভ ধারাভাষ্য সহ বড় পর্দায় ম্যাচটি দেখতেও পাওয়া যাচ্ছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি 11.3 মিলিয়ন ভিউ এবং 5 লাখ 56 হাজার লাইক পেয়েছে। এছাড়াও হাজার হাজার মানুষ ভিডিওটিতে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন ক্রিকেটপ্রেমী দম্পতি। আরেকজন কমেন্টে বলেছেন, বিয়ে শেষ হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে গেল। তৃতীয়জন বলল- কেউ পাত্র-পাত্রীর দিকে মনোযোগ দিচ্ছেন না। সকলেই ম্যাচের উত্তেজনায় ফুটছেন।