বিয়ের উপহারে মিলল স্বয়ং শাহরুখ, ভাইরাল সেই উপহার

বিয়ের পর ওই দুই পাগল ফ্যান বাদশার আশীর্বাদ পেতেই চলে গিয়েছিলেন তাঁর বাড়ির কাছে। ছবি তোলার সময় হঠাৎই তাঁরা দেখেন, মন্নতের বারান্দা থেকে হাত নাড়ছেন কিং খান।

বিয়ের পর ওই দুই পাগল ফ্যান বাদশার আশীর্বাদ পেতেই চলে গিয়েছিলেন তাঁর বাড়ির কাছে। ছবি তোলার সময় হঠাৎই তাঁরা দেখেন, মন্নতের বারান্দা থেকে হাত নাড়ছেন কিং খান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সদ্য বিয়ে সেরেছেন যুগল, দুজনেই বাদশার পাগল ভক্ত, কাজেই ছাদনাতলা থেকে সোজা চলে গেলেন শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে। আসলে ওই দম্পতির কথায় মন্নত তাঁদের কাছে মন্দির তুল্য। তাই বিয়ের পর সেখানে গিয়ে বাদশার সিগনেচার পোজে ছবিও তুললেন নবদম্পতি। এই অবধি সবটাই আশানুরূপ ছিল। তবে এরপর যা ঘটল তা আশাতীত।

Advertisment

বিয়ের পর ওই দুই পাগল ফ্যান কার্যত বাদশার আশীর্বাদ পেতেই চলে গিয়েছিলেন তাঁর বাড়ির কাছে। এরপর সিগনেচার পোজে ছবি তোলার সময় হঠাৎই তাঁরা দেখেন মন্নতের বারান্দা থেকে তাঁদের দেখে হাত নাড়ছেন স্বয়ং কিং খান। দেখে আনন্দে মূর্ছা যাওয়ার মতো অবস্থা তাঁদের।

আরও পড়ুন: ছয় হাঙরের কবল থেকে কপালজোরেই বাঁচলেন ডুবুরি

না না, এখনও শেষ হয়নি ওই নবদম্পতির পাওনার গল্প। মন্নতের সামনের গল্প ছবি সহ টুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গেই ছিঁড়ল বেড়ালের ভাগ্যে শিকে। ওঁদের টুইট রিটুইট করলেন বাদশা। তাই নিয়েই হইচই পড়ল নেট পাড়ায়।

দেখুন কী কথা চালাচালি করলেন এই ফ্যান যুগল এবং এসআরকে।

Advertisment

আপনারও কি সাধ জাগছে এমন উপহার পেতে? তাহলে কিন্তু আপনিও ছাদনাতলা থেকে সোজা চলে যেতেন পারেন মন্নতের সামনে। কে বলতে পারে, আপনার ভাগ্যেও মিলতে পারে এমন উপহার।

Read the full story inEnglish 

viral