scorecardresearch

বড় খবর

পাঞ্জাবি গানের সঙ্গে নাচতে ব্যস্ত কোভিড আক্রান্তরা, দেখুন ভিডিও

জোর ভলিউমে চালানো হয়েছে জনপ্রিয় পঞ্জাবি গান। আর তার তালেই নাচতে শুরু করেছেন ১২ জন কোভিড আক্রান্ত রোগী।

পাঞ্জাবি গানের সঙ্গে নাচতে ব্যস্ত কোভিড আক্রান্তরা, দেখুন ভিডিও

করোনায় আক্রান্তরা এখন সামাজিক জীবন থেকে অনেকটা দূরে। রোগের সঙ্গে জুঝতে জুঝতে তারা ক্লান্ত। সম্প্রতি পাঞ্জাবের জালন্ধরের সিভিক আইসোলেশন ওয়ার্ডের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ১২ জন করোনায় আক্রান্ত রোগী দুরত্ব বজায় বেডে শুয়ে রয়েছে। তাদের জীবনে এই মুহূর্তে খানিক মনোরঞ্জন আনতে সেই ঘরে লাগানো হয়েছে টিভি। সেখানেই জোর ভলিউমে চালানো হয়েছে জনপ্রিয় পঞ্জাবি গান। আর তার তালেই নাচতে শুরু করেছেন ১২ জন কোভিড আক্রান্ত রোগী। উল্লেখ্য, যে যার বেডে শুয়ে, তাঁরা সোশ্যাল ডিসট্যান্সিং ভঙ্গ করেননি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিজেদের বিছানায় বসেই হাত তুলে তাঁরা নাচ করার চেষ্টা করছে। শরীর যেটুকু সাথ দেয়। এই ভিডিও সোশাল মিডিয়ার দোরগোড়ায় আসা মাত্রই হু হু করে শেয়ার হওয়া শুরু করে। অগত্যা, ভাইরাল হয়ে পড়ে, পাঞ্জাবি গানের সঙ্গে করোনা আক্রান্তদের নাচ।

কোভিড, তাদের ফুসফুসকে ঘায়েল করতে পারলেও মনকে পারেনি। তাদের এই মনের জোরকে কুর্নিশ জানিয়ছেন নেটাগরিকরা।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Covid 19 corona punjabi songs jalandhar viral video