ভারতীয় ঘুঁটের দাম কত জানেন নিউ জার্সিতে? শুনলে অবাক হবেন

সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্যাকেটে বলা রয়েছে এটি ভারতীয় ঘুঁটে। তাহলে কি ধরে নেওয়া যায় যে, ভারত থেকে রপ্তানি হচ্ছে ঘুঁটে বা গোবর? 

সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্যাকেটে বলা রয়েছে এটি ভারতীয় ঘুঁটে। তাহলে কি ধরে নেওয়া যায় যে, ভারত থেকে রপ্তানি হচ্ছে ঘুঁটে বা গোবর? 

author-image
IE Bangla Web Desk
New Update
viral news

ঘুঁটে যে অনলাইনে কিনতে পাওয়া যায়, সে খবর এখন পুরোনো। কিন্তু সুদূর মার্কিন মুলুকের নিউ জার্সিতে মুদির দোকানেও পাওয়া যায়? এই খবর শুনে অবাক হয়েছেন ভারতীয় নেটিজেনরা।

Advertisment

সেই মুদির দোকানে আবার পিস হিসেবে বিক্রি হয় ঘুঁটে। ১০ পিসের দাম ৩ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২১৫ টাকা। সোশ্যাল মিডিয়ায় উল্কার গতিতে ভাইরাল হয়েছে সেই 'দামী ঘুঁটের' ছবি। এই ঘুঁটে বিক্রির ছবি পোস্ট করেন প্রখ্যাত সাংবাদিক সমর হালারনকর। এরপরই ছবিটি ছড়িয়ে পড়তে শুরু করে।

ছবিটিতে দেখা যাচ্ছে, প্যাকেটজাত দ্রব্য হিসেবে রাখা হয়েছে এই ঘুঁটে। প্যাকেটে লেখা আছে দাম এবং বিবরণ, 'ধর্মীয় কাজের জন্য ব্যবহৃত জিনিস'। এটি যে খাদ্যবস্তু নয়, তাও বলে দেওয়া আছে। পাউরুটির প্যাকেটের মত দেখতে গোটা ব্যাপারটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্যাকেটে বলা রয়েছে এটি ভারতীয় ঘুঁটে। তাহলে কি ধরে নেওয়া যায় যে, ভারত থেকে রপ্তানি হচ্ছে ঘুঁটে বা গোবর?

Advertisment

সকলেই জানেন, আজকাল ঘুঁটে পাওয়া যায় অ্যামাজন বা ফ্লিপকার্টেও, তবে নিউ জার্সিতে এই প্যাকেটে ভরা ঘুঁটে দেখে হেসে কুল পাচ্ছে না নেটদুনিয়া। সমর নিজে প্রশ্ন তুলেছেন, "এই ঘুঁটে কী দেশি গরুর গোবর দিয়ে তৈরি, নাকি মার্কিন গরুর?"

Read the full story in English 

viral