Advertisment

শখপূরণে আহ্লাদে আটখানা…! চুপটি করে বাইক জার্নি উপভোগ গরুর, ভিডিও দেখে চমকে যাবেন

হাসতে হাসতে চোখে জল আসতে বাধ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

শখপূরণে আহ্লাদে আটখানা…! চুপটি করে বাইক জার্নি উপভোগ গরুর, ভিডিও দেখে চমকে যাবেন

সোশ্যাল মিডিয়ার জগত বড়ই বিচিত্র। কখন কোন ভিডিও ভাইরাল হবে তা আগে থেকে বলা মুসকিল। ভাইরাল এই ভিডিওগুলি আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। এমন কিছু কিছু ভিডিও আছে যা আমাদের হাসাতে বাধ্য করে। আবার কিছু ভিডিও আমাদের চোখে জল এনে দেয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে হাসতে হাসতে চোখে জল আসতে বাধ্য। বাইকে চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে একটা আস্ত গরু। ভিডিওটি দেখলে চমকে যেতে বাধ্য হবেন।

Advertisment

একটি অদ্ভুত এবং মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিও ক্লিপে এক ব্যক্তিকে বাইকে গরুকে চাপিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। এর আগে বাইকে ছাগল, কুকুর বা বিড়ালকে চড়তে দেখেছেন অনেকেই। কিন্তু আস্ত গরুকে নিয়ে এভাবে বাইকে সওয়ারের ভিডিও এই প্রথম।

ভাইরাল ক্লিপটি এক্স-এ পোস্ট করা হয়েছে (@Madan_Chikna) আইডি থেকে। ক্যাপশনে লেখা , আপনার কি একটি ক্যারি ব্যাগ দরকার? মাত্র ১২  সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় যে লোকটি একটি গরুকে তার বাইকের সামনের সিটে বসিয়ে বাইকটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।গরুটিও বাইক যাত্রা দারুণ ভাবে উপভোগ করছে। চুপচাপ বাইকে বসে রয়েছে গরুটি।

১১ নভেম্বর শেয়ার করা এই ক্লিপটি ৭ হাজারেরও বেশি ভিউ। শ’য়ে শ’য়ে লাইক সংগ্রহ করেছে। ব্যবহারকারীরা ভিডিওটিতে নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন গরুটা খুব শান্ত। আরেকজন লিখেছেন, দেখে মনে হচ্ছে গরুটি বাইক চালাচ্ছে।

viral
Advertisment