Advertisment

Shocking video: কিছুই আর অসম্ভব না…! গরুর বাইকে চড়া ইন্টারনেটে বড় চমক, স্তম্ভিত মানুষজন

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তার মোটরবাইকে একটি গরু পেট্রোল ট্যাঙ্কের উপর চড়িয়ে বাইক চালাচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
unny videos,funny clips,viral videos,viral clips,trending videos,trending clips,social media,animal viral video,cow bike viral video

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তার মোটরবাইকে একটি গরু পেট্রোল ট্যাঙ্কের উপর চড়িয়ে বাইক চালাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ার যুগে আর কিছুই অসম্ভব না…! গরুর বাইক চড়ার পর ইন্টারনেট চমকে, মর্মাহত মানুষ। সোশ্যাল মিডিয়ায় সুনামি তুলেছে এক ভিডিও। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তার মোটরবাইকে একটি গরুকে পেট্রোল ট্যাঙ্কের উপর চড়িয়ে বাইক চালাচ্ছেন। গরুটিও বাইকের এই জার্নি দারুণ ভাবে উপভোগ করছে।

Advertisment

আজব একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিছু ভিডিও এমনই যা দেখার পর তাকে কল্পনা করাও কঠিন। এমনই এক বিচিত্র ভিডিও নেটিজেনদের ঘুম উড়িয়ে দিয়েছে। বাইকের পেট্রোল ট্যাঙ্কে বিসে রয়েছে একটি গরু। সেটিকে চাপিয়ে নিয়ে বাইক চালাতে দেখা যায় এক ব্যক্তিকে। এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত। আশেপাশের লোকজনও এই দৃশ্য ক্যামেরায় বন্দি করেছেন। একজন ব্যবহারকারীর রেকর্ড করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

viral
Advertisment