New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-33.jpg)
মানের দরজা খুলে সরাসরি ডানায় এসে বিমান সেবিকা রিলে মেতে ওঠেন।
মানের দরজা খুলে সরাসরি ডানায় এসে বিমান সেবিকা রিলে মেতে ওঠেন।
মানের দরজা খুলে সরাসরি ডানায় এসে বিমান সেবিকা রিলে মেতে ওঠেন।
বিমানের দরজা খুলে রিলে মজে বিমানসেবিকা। সোশ্যাল মিডিয়ার সকলেই রিলের নেশায় বুঁদ। সাধারণ মানুষজন থেকে সেলেব সকলেই রিল তৈরি করতে মগ্ন। সম্প্রতি সামনে এসেছে বিমানের ডানায় পাখির মতো ওড়ার চেষ্টা করছেন এক বিমানসেবিকা। আর সেই ভিডিও মুহূর্তেই ফ্রেমবন্দী হয়েছে। যা এখন ভাইরাল।
বিমানের ডানায় উঠে রিল তৈরি শুরু করেন এক বিমান সেবিকা। , অনেকেই ভাবছেন কিভাবে ফ্লাইট ক্রুমেম্বার এমন কাজ করতে পারেন? তবে দেখুন এই ভিডিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে ক্রমশ ভাইরাল হচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে একটি বিমান দাঁড়িয়ে রয়েছে। সেটি ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় বিমানের দরজা খুলে সরাসরি ডানায় এসে বিমান সেবিকা রিলে মেতে ওঠেন। ভিডিওটি চমকে দেওয়ার মত।
এই ভিডিওটি X ব্যবহারকারী তার প্রোফাইলে শেয়ার করেছেন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১০ লাখের বেশি মানুষ। ভিডিওটি পাঁচ হাজারের বেশি ব্যবহারকারী পছন্দ করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন মজার নেশায় সব নিয়ম-কানুন কি সত্যিই ভুলে গেছেন উনি। একজন ব্যবহারকারী লিখেছেন যে ক্রু মেম্বারদের মধ্যেও সোশ্যাল মিডিয়ার ক্রেজ ছড়িয়ে পড়েছে।
SWISS cabin crew in serious trouble for taking selfies on a 777 wing in Buenos Aires. pic.twitter.com/NrwevZ8ys8
— Breaking Aviation News & Videos (@aviationbrk) August 25, 2023