New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/cats-182.jpg)
কুমিরের এই ভয়ঙ্কর ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে earth.reel নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, যা এখন রীতিমত ভাইরাল।
কুমিরকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়, জলের ভিতরে এবং বাইরে শিকারকে টুকরো টুকরো করে ফেলতে রীতিমত পটু এই ভয়ঙ্কর সরীসৃপ প্রজাতির প্রাণীটি। এই 'জল জল্লাদদের' আক্রমণ থেকে শিকারের পালানো প্রায় অসম্ভব, সে জঙ্গলের রাজা সিংহই হোক বা অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী। অনেক সময় তারা চিড়িয়াখানার বন্য প্রাণী ছাড়াও মানুষকে আক্রমণ করে, যা সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে দেখা যায়। ভিডিওতে, একজন ব্যক্তিকে তার জীবনের ঝুঁকি নিয়ে একটি স্টান্ট করতে দেখা যায়, পরের মুহুর্তে কুমিরটি লোকটিকে খারাপভাবে আক্রমণ করে, যা দেখে আপনিও শিউরে উঠবেন।
কুমির জলের বাইরেও শিকার ধরতে পটু। এর পরেও অনেকে আছেন যারা কুমিরকে পোষা প্রাণী ভেবে ভুল করেন। আশ্চর্যজনকভাবে, সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, কীভাবে একজন মানুষ কুমিরের মুখের ভিতর হাত দেওয়ার চেষ্টা করছেন, তার পরিণতি কী হতে পারে তা না ভেবেই। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কুমিরের চোয়ালে হাত দিচ্ছেন, পরের মুহুর্তে কুমিরটি তাকে কামড়ে হাত একেবারে ক্ষতবিক্ষত করে দেয়। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখলে আপনার হৃদয়ও কেঁপে উঠবে।
কুমিরের এই ভয়ঙ্কর ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে earth.reel নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, যা এখন রীতিমত ভাইরাল। এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ দেখেছেন এই ভিডিও। একই সঙ্গে ভিডিওটি দেখেছেন এমন ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন।