New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-294.jpg)
জলদানবের মস্ত হাঁ...! মাথা ঢুকিয়ে চমকে দিলেন ব্যক্তি, বরাত জেরে বিরাট রক্ষা
ভিডিও দেখে শিউরে উঠতে বাধ্য হবেন।
জলদানবের মস্ত হাঁ...! মাথা ঢুকিয়ে চমকে দিলেন ব্যক্তি, বরাত জেরে বিরাট রক্ষা
১৫ সেকেণ্ড জল দানবের মুখের ভিতর মাথা ঢুকিয়ে রেখে নজির গড়ল এক ব্যক্তি। তার এই দুঃসাহসিক কীর্তি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে স্পষ্টভাবে দেখায় যে কুমিরের সঙ্গে টক্কর নেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। খেলা দেখাতে গিয়ে ওই ব্যক্তি প্রাণ হারাতে পারত, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।
আসলে, একজন ব্যক্তি খেলা দেখাতে গিয়ে কুমির নিয়ে খুব বিপজ্জনক ঝুঁকি নিয়েছিলেন। তিনি কুমিরের মুখের ভিতর মাথা ঢুকিয়ে প্রায় ১৫ সেকেন্ড এভাবেই ছিলেন। এরপর যা ঘটেছিল, দেখে আপনার হুঁশ উড়ে যাবে।
ভিডিওতে দেখা যায় যখন ওই ব্যক্তি তার মাথা বের করে নেওয়ার চেষ্টা করেন , তখন কুমিরটি তার মাথায় কামড় বসায়। তিনি ভাগ্যবান যে কুমিরটি মাথা একবার কামড় দিয়েই ছেড়ে চলে যায়।
ভিডিওটি @1000waystod1e নামের আইডি থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র ২০ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ৪ মিলিয়ন অর্থাৎ ৪০ লাখ বার দেখা হয়েছে, যেখানে ২৬ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন। একই সঙ্গে ভিডিওটি দেখার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষ। কেউ বলছেন যে 'আমি বুঝতে পারছি না কেন এবং কীভাবে লোকেরা এমন বিপজ্জনক ঝুঁকি নেয়', অন্যদিকে একজন ব্যবহারকারী দাবি করেছেন যে ঘটনাটি ঘটেছে থাইল্যাণ্ডে।
— 1000 WAYS TO DIE (@1000waystod1e) October 26, 2023