New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-245.jpg)
কুমিরটিকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে কুমিরটি লোকটির হাত দাঁত দিয়ে চেপে ধরে।
কুমিরকে ছুরির কোপ, পাল্টা হামলার ভিডিও দেখে গা শিউরে উঠবে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন কিছু ওয়াইল্ড লাইফ ভিডিও ভাইরাল হয় যা দেখে মানুষজন আঁতকে ওঠেন। সম্প্রতি এমনই এক ভয়ানক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে রাস্তার ধারে একটি কুমির কে শুইয়ে থাকতে দেখা যাচ্ছে। সেটাকে শিকার করতে এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। প্রথমে কিছু ঘাবড়ে গিয়ে লফিয়ে উঠে ওই ব্যক্তির হাত কামড়ে ধরে কুমিরটি। এমনই হাড়হিম ভিডিও দেখে আঁতকে উঠেছেন মানুষজন।
ভিডিওতে দেখা গিয়েছে ওই ব্যক্তি প্রথমে কুমিরটিকে লাথি মারেন। এরপর কুমিরটিও আক্রমণের আগে সতর্ক হয়ে তার প্রস্তুতি সেরে রাখে। এবার যখন লোকটি কুমিরটিকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে কুমিরটি লোকটির হাত দাঁত দিয়ে চেপে ধরে। যন্ত্রণায় কাতরাতে থাকে লোকটি।
Dude attacks alligator and pays the price pic.twitter.com/oYEHivA9E0
— Crazy Clips (@crazyclipsonly) May 25, 2023
ভিডিওতে স্পষ্ট দেখা যায় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। এই ভিডিওটি এক টুইটার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়াও সামনে আসছে। এক ব্যবহারকারী লিখেছেন ‘কুমিরটিকে এভাবে মারছেন কেন’? অপর এক ব্যবহারকারী লিখেছেন ‘যেমন কর্ম তেমন ফল’।