New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-255.jpg)
স্নান করার সময়ে পিছনে ধেয়ে আসছে প্রকাণ্ড এক কুমির।
স্নান করাকালীন সময়ে পিছনে ধেয়ে আসছে প্রকাণ্ড এক কুমির। দেখেই চোখ কপালে যুবকের তারপর সে যা কাণ্ড ঘটাল দেখে নিজের হাসি থামাতে পারবেন না।
প্র্যাঙ্ক ভিডিওগুলিও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে।এই ভিডিওগুলো মানুষকে হাসতে বাধ্য করে। ঠিক সেই কারণেই সোশ্যাল মিডিয়া জুড়েই প্র্যাঙ্ক ভিডিওর দাপট অব্যাহত। একই রকম একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে একটি ছেলেকে স্নান করার সময় তার বন্ধুরা এমন এক কাণ্ড ঘটায় যা দেখে তার চক্ষুস্থির হয়ে যায়। একটি প্ল্যাটিকের নকল কুমির ছেলেটির পিছনে ফেলে রেখে যায় তারা।
ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ছেলেটি একটি ছোট পুকুরে নেমে স্নান করা সবে শুরু করেছে। বন্ধুদেরও ইশারায় ডাকছে সে। কয়েক সেকেন্ড পর এক তরুণী নকল একটি কুমিরকে ছেলেটির পেছনে ফেলে চলে যায়। ছেলেটির চোখ তার দিকে পড়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে কেঁপে ওঠে সে। কোনভাবে প্রাণভয়ে লাফ মেরে জল থেকে পাড়ে উঠে আসে।
নেটিজেনরা তার এই অবস্থা দেখে হেসে খুন। এই ভিডিওটি bro.addict নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। এখন পর্যন্ত এই দৃশ্য লক্ষ লক্ষ ভিউ এবং লাইক পেয়েছে। আপত্তি জানিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, 'এমন প্র্যাঙ্ক করা উচি