New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-172.jpg)
স্নানের সময় জলদানবের আক্রমণ, ছটফট করতে করতে প্রাণ গেল মহিলার, ভিডিও ভাইরাল
স্নানের সময় এক এক মহিলাকে টেনে নিয়ে গেল দৈত্যাকার কুমির।
স্নানের সময় জলদানবের আক্রমণ, ছটফট করতে করতে প্রাণ গেল মহিলার, ভিডিও ভাইরাল
নদীতে স্নান করতে নেমে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। স্নানের সময় এক এক মহিলাকে টেনে নিয়ে গেল দৈত্যাকার কুমির। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠেছেন সকলেই। ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে। স্থানীয় পুলিশ ডুবুরিদের সাহায্যে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে।
ঘটনাটি ওড়িশার জাজপুর জেলার পালাতপুর গ্রামের। বুধবার প্রতিদিনের মতই নদীএ স্নান করতে নামেন জ্যোৎস্না রানী নামে বছর ৩৫-এর এক মহিলা। স্থানীয় লোকজন জানান, জ্যোৎস্না প্রতিদিন বিরূপা নদীতে কাছে স্নান করতেন। আজ স্নানের সময় ওই মহিলাকে জলের গভীরে টেনে নিয়ে যায় একটি দৈত্যাকার কুমির।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল। ভিডিওতে দাবি করা হয়েছে যে কুমিরটি মহিলাকে টেনে নিয়ে জলে নিয়ে যায় এবং তারপর তাকে জীবন্ত গিলে ফেলে। এ সময় নদীর ধারে উপস্থিত কয়েকজন ওই ঘটনার ভিডিও তোলে যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।