New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-211.jpg)
লোকজন প্রাণ বাঁচাতে ছুটতে বাধ্য হয়।
পিকনিক করতে গিয়েই ঘটল চরম বিপত্তি। বন্ধুদের মাঝে ঢুলে পড়ল অচেনা-অতিথি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পিকনিক করতে যাওয়া বন্ধুদের মধ্যে একটি ভয়ঙ্কর কুমির ঢুকে পড়ে, এরপর সেখানে উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে ছুটতে বাধ্য হয়।
বন্ধুবান্ধব অথবা আত্মীয়দের সঙ্গে মিলেমিশে পিকনিক বা একটি বিশেষ মুহূর্ত উপভোগ করা বেশ আনন্দের। তেমনই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একদল যুবক পিকনিকে সামিল তাদের পিকনিকের মাঝেই ঢুকে পড়ে বিনা নিমন্ত্রণে এক অতিথি। তাকে দেখেই চোখ ছানাবড়া সকলের। জীবন বাঁচাতে যে যেদিকে পারে ছুটে পালিয়ে যায়।
চমকে দেওয়ার মতো এই ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ খাবার ও পানীয় নিয়ে বনভোজনে পৌঁছেছিলেন নদীর চড়ে। খাবার আগেই নদী থেকে কুমির এসে হাজির। ভিডিওতে দেখা যায়, থার্মোকলের বাক্সে রাখা সারি সারি খাবারে নজর কুমিরটির।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লেটেস্টক্রুগার নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, পিকনিকে ঢুকেছে কুমির। যাঁরা ভিডিওটি দেখেছেন তা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, কে বেশি মজা উপভোগ করল?