/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_6bbc55.jpg)
ভিডিওতে একটি কুমিরকে রাস্তা দিয়ে হেঁটে চলে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
Viral Video: রাস্তায় কুমিরকে হেঁটে চলে ঘুরে বেড়াতে দেখেছেন কখনও? প্রশ্নটা শুনেই অবাক হলেন! অবাক হওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে একটি কুমিরকে রাস্তা দিয়ে হেঁটে চলে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তা দেখে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কুকুরকে কুমিরটিকে তাড়া করতেও দেখা গিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুর রাস্তায় চলতে থাকা কুমিরটিকে তাড়া করে। ক্লিপের শুরুতে দেখা যায়, একজন মানুষ পিছন থেকে কুমিরটিকে লাথি মারে। এর পরে প্রাণীটি দ্রুত পালানোর চেষ্টা করে। কুমির দেখে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায়। এরপর কুমিরকে কুকুরটি তাড়া করে।
আরও পড়ুন - < Viral Video: উন্মত্ত জনতার তান্ডবলীলা থেকে বাদ গেল না নিরীহ হরিণ, ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়া জুড়ে ছিঃ ছিঃ! >
X-তে এই ভিডিওটি পোস্ট করে, @priyarajputlive লিখেছেন শেষ পর্যন্ত কুমিরটিকে উদ্ধার করে বন বিভাগের দল। মন্তব্য বিভাগে, কুমিরকে লাথি মারার জন্য অনেকেই ওই ব্যক্তিকে ভর্ৎসনা করেছেন। ক্লিপটি ৪০ হাজারের বেশি ভিউ পেয়েছে।
बिजनौर के एक गांव में गलती से मगरमच्छ घुस आया है। जिसे इस कुत्ते ने तंग कर रखा है. आखिरकार वन विभाग की टीम ने मगरमच्छ का रेस्क्यू किया. pic.twitter.com/5NhtWZEmfd
— Priya singh (@priyarajputlive) August 7, 2024