New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/4_759-15.jpg)
কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর টুইটার হ্যান্ডেল মারফত জানা গিয়েছে রাজকমলের মনে হয়েছে, একজন ভারতীয়কে সাহায্য করাই তার প্রাথমিক কর্তব্য।
দুজনেই কাজ করেন 'দেশ'-এর জন্য। ফারাক একটাই। 'দেশ' শব্দটা যে অর্থ বহন করে দুজনের কাছে, তার মাঝে জমিন আসমান ব্যবধান। একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আরেকজন নকশালকর্মী। আপাত দৃষ্টিতে বিরোধী পক্ষই। কিন্তু একজনের বিপদে পাশে এসে দাঁড়ালেন আরেকজন।
EPITOME OF BENEVOLENCE: CT Rajkamal of CRPF donated blood to save the life of a Naxal who suffered grievous injuries during the encounter which took place when the Naxals attacked a team of 209 CoBRA. Rajkamal said that he considered his duty to help a fellow Indian in need. pic.twitter.com/VNnIi8Qpub
— ????????CRPF???????? (@crpfindia) February 5, 2019
সম্প্রতি ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনী এবং নকশাল, দু'পক্ষের মধ্যে গোলাগুলিতে এক নকশালকর্মী আহত হন। ঘটনাস্থল থেকে আহত নকশাল কর্মীকে নিয়ে যাওয়া হয়।
This is unheard ever and unprecedented. Kudos to the fellow brave heart for this noble gesture. This is what @crpfindia 's motto is service and loyalty in true sense. Bravery with humanity. https://t.co/6LuAvxaRad
— Avinash Aggarwal (@avinash_the_cop) February 6, 2019
Hats off to these jawans who walk an extra mile beyond their line of duty! Such acts of kindness fill us with pride for our forces.@dasraghubar @Lathkar_IPS @crpfindia @JharkhandCrpf https://t.co/WSMABHZQoR
— Parimal Nathwani (@mpparimal) February 5, 2019
আরও পড়ুন, শতায়ু হলে তবেই মিলবে ধূমপানের ছাড়পত্র
রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এর চিকিৎসকেরা জানান হাসপাতালে ভর্তি হওয়া কর্মীর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে রক্ত দেওয়ার প্রয়োজন রয়েছে। চিকিৎসকের কথা শুনে এগিয়ে এগিয়ে আসেন সিআরপিএফ-এর ১৩৩ ব্যাটেলিয়নের কনস্টেবল রাজকমল।
Hats off to these jawans who walk an extra mile beyond their line of duty! Such acts of kindness fill us with pride for our forces.@dasraghubar @Lathkar_IPS @crpfindia @JharkhandCrpf https://t.co/WSMABHZQoR
— Parimal Nathwani (@mpparimal) February 5, 2019
কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর টুইটার হ্যান্ডেল মারফত জানা গিয়েছে রাজকমলের মনে হয়েছে, একজন ভারতীয়কে সাহায্য করাই তার প্রাথমিক কর্তব্য। নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে সেই ছবি এবং পোস্ট। ক্ষুদ্র দেশপ্রেমের উর্ধে গিয়ে সেনাবাহিনীর যে ভাবে প্রাণে বাঁচিয়েছেন , দেশের মানুষ রীতিমত আপ্লুত তাতে।