Advertisment

বালিশের কভারে ফুটে উঠল জেলেনস্কির মুখ, অভাবনীয় উদ্যোগ ডিজাইনারের, ভিডিও ভাইরাল

এদিকে ইউক্রেনের শরণার্থীদের জন্য আরও এক কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্র সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বালিশের কভারে ফুটে উঠল জেলেনস্কির মুখ

প্রতিনিয়ত লাইভে এসে যুদ্ধের সবশেষ বার্তা দেওয়া কিংবা ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে নিজের দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের সতর্ক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বেশিরভাগ সময়ই তাঁর পরণে থাকে সবুজ রঙের টি-শার্ট। আর তার সেই সবুজ টি-শার্ট পরা ছবি দিয়েই চলছে বালিশের কাভার বানানোর কাজ। উদ্যোক্তারা বলছেন, 'গোটা বিশ্বেই এখন পরিচিত এক নাম জেলেনস্কি। বিভিন্ন দেশের নাগরিকদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি, জেলেনস্কি হয়ে উঠেছেন অনেকের বাস্তবের নায়ক'। আর সেই বিক্রি করা বালিশের কভারের টাকা তুলে দেওয়া হবে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত মানুষের সাহায্যের জন্য। এমন উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনমহল।

Advertisment

মূলত রুশ-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত, সহায়-সম্বলহীন ইউক্রেনীয় নাগরিকদের আর্থিক ও মানবিক সহায়তার কথা মাথায় রেখেই এমন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের এই ডিজাইনার টমাস ব্রিনেক। এক সাক্ষাতকারে তিনি বলেন, 'অনেক সাড়া পেয়েছি। এরই মধ্যে ক্রেতাদের কাছে দুই হাজারের বেশি বালিশের কাভার সরবরাহ করেছি। আরও বেশি বিক্রির আশা করছি'। এদিকে ইউক্রেনের শরণার্থীদের জন্য আরও এক কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্র সরকার।

এদিকে ইউক্রেনে ওপর যুদ্ধের তীব্রতা ঝাঁঝ বাড়িয়েছে রাশিয়া। রাষ্ট্র সংঘ একটি রিপোর্টে জানিয়েছে ইতিমধ্যে ৯০২ জন সাধারণ নাগরিক এখনও পর্যন্ত যুদ্ধে নিহত হয়েছেন, সেই সঙ্গে আহতের সংখ্যা ১,৪৫৯। তিদিন ইউক্রেনের বুকে আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। আছড়ে পড়ছে বিমান থেকে ছোড়া গোলা। ছুটে আসছে ঝাঁকেঝাঁকে গুলিও। আর, এরফলেই অসংখ্য সাধারণ নাগরিকের মৃত্যু হচ্ছে রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে।

Advertisment