Advertisment

Viral video: মেয়ের জন্য সত্যিকরের এক বিশেষ মুহূর্ত, বাবাকে স্যালুট!

এয়ার হোস্টেস তার ডিউটিতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত মেক-আপ করছেন। এমন সময় মেয়ের দেরি হয়ে যাওয়ার তার বাবা হাতে থালা ধরে মেয়েকে খাইয়ে দিচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Air hostess,father daughter video

মেয়ের জন্য সত্যিকরের এক বিশেষ মুহূর্ত, বাবাকে স্যালুট!

এয়ারহোস্টেস মেয়েকে অফিস যাওয়ার আগে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন বাবা। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা জিতে নিয়েছে হাজার হাজার মানুষের মন। মায়ের স্নেহের একাধিক ভিডিও এর আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তবে বাবার এমন যত্ন নেওয়ার দৃশ্য নেটিজেনদের মন জয় করেছে।

Advertisment

সন্তানের প্রতি বাবা-মা'র ভালবাসা অনন্য। ছেলে মেয়ে বড় হয়ে গেলেও মা-বাবার কাছে সন্তানের বয়স যেন বাড়ে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানদের প্রতি তাদের ভালবাসা এবং স্নেহ কখনই হ্রাস পায় না। বাবার এমন অনন্য এবং নজিরবিহীন ভালোবাসার ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চর্চা। ভিডিওতে দেখা যাচ্ছে বাবাকে নিজ হাতে তার মেয়েকে অফিস যাওয়ার সময় খাইয়ে দিচ্ছেন। মেয়েকে আদরের এমন ভিডিও নেটিজেনদের মন জয় করেছে।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন এয়ার হোস্টেস তার ডিউটিতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত মেক-আপ করছেন। এমন সময় মেয়ের দেরি হয়ে যাওয়ার তার বাবা হাতে থালা ধরে মেয়েকে খাইয়ে দিচ্ছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মানুষের মন জয় করেছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক পেয়েছে। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, এমন বাবাদের স্যালুট যারা তাদের সন্তানদের এমন যত্ন নেন। আরেকজন লিখেছেন, ভিডিওটি খুবই হৃদয়স্পর্শী। তৃতীয়জন লিখেছেন, কন্যার জন্য এটা খুবই বিশেষ মুহূর্ত, বাবাকে স্যালুট।

viral
Advertisment