New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-69.jpg)
ভিডিওটি দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা।
বেতন পেয়েই বাবার পছন্দের উপহার কিনতে ছুটল মেয়ে! এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইন্সটা ইউজার ইনশা সামিনার পোস্ট রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে চাকরির প্রথম বেতন পেয়ে বাবার সাধের উপহার কিনতে চলেছে মেয়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটি তার বাবার সঙ্গে একটি দোকানে যাচ্ছেন। বাবা উপহার নিতে বারে বারে প্রত্যাখ্যান করতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত মেয়ের আবদার ফেলতে পারেন না। বাবাকে তাঁর পছন্দের একটি সাউন্ডবার কিনে দেয় মেয়ে। ডিভাইসটি আনবক্স করতেই বাবার চোখেমুখে খুশি ধরা পড়ে।
ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে "অবশেষে আমার প্রথম বেতন থেকে বাবার জন্য কেনা একটি উপহার, যেটি পেয়ে বাবা বেজায় খুশি"। ভিডিওটি দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করার পর থেকে, ক্লিপটি ১৪ লক্ষের বেশি ভিউ হয়েছে।