New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/geroge-floid-daughter.jpg)
মায়ের সঙ্গে সাদা টপ আর জিনস পরে উপস্থিত ছিল সে। সংবাদ সূত্রে জানা গিয়েছে তার নাম জিয়ানা।
মুখোমুখি দুই আমেরিকা। শ্বেতাঙ্গ পুলিশের হাতে বাবার মৃত্যুর সপ্তাহ খানেক পরে, গত কালই প্রকাশ্যে দেখা গেল জর্জ ফ্লয়েডের মেয়েকে। মিনিয়াপোলিসের স্মরণসভায় তখন উপচে পড়ছে ভিড়। সেখানে মায়ের সঙ্গে সাদা টপ আর জিনস পরে উপস্থিত ছিল সে। সংবাদ সূত্রে জানা গিয়েছে তার নাম জিয়ানা। বয়স ছয়।
ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, ছোট্ট জিয়ানার মুখে কৃষ্ণাঙ্গ হওয়ার গর্ব ও প্রতিবাদ মিশ্রিত হাসি। হলের থেকে বেরিয়ে বাবার বন্ধুর কাঁধে চেপে ঘুরছিল সে। প্রশ্ন উড়ে এল, ‘তোমার বাবা কী করেছিল, তুমি জানো?’ জিয়ানা হাসিকে প্রকট করে সটান উত্তর দিল— ‘আমার বাবা তো গোটা বিশ্বকে বদলে দিল!’ সেই ভিডিও এখন ভাইরাল নেট নাগরিকদের হাতে।
দেখুন ভাইরাল ভিডিও..,
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন