scorecardresearch

বর কনের ‘কিউট কেমিস্ট্রি’তে চোখে সরষেফুল নেটপাড়ার, video viral

নেটিজেনরাও এর কমেন্ট বক্সে মন্তব্য করে প্রশংসা করছেন এই জুটির।

trending Video, viral video, couple dancing on Shah Rukh Khan songs, couple dance, trending dance video, viral dance video, dulha dulhan ka dance, shaadi ka dance, romantic dance video, Shah Rukh khan song, trending songs, viral songs, romantic song

বিয়ের দিনটি প্রতিটি ছেলে-মেয়ের জীবনে বিশেষ একটা দিন। এই দিনটিকে স্মরণীয় করে তুলতে আগে থেকে সেরে ফেলা হয় নানান প্ল্যানিং। বিয়ের দিনে বর-কনের নানান সুন্দর বা রোমান্টিক ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  ফের তেমনই একটি নাচের ভিডিও তোলপাড় করছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে এই ভিডিও।

শাহরুখ খানের বলিউডের রোমান্টিক গানের তালে নাচছেন এই দম্পতি। এই দম্পতির নাচের রসায়ন থেকে আপনি চোখ সরাতে পারবেন না। আপনার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দম্পতির এই আকর্ষণীয় নাচের ভিডিওটি ইউটিউবে শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়। এই ভিডিওটি এখন পর্যন্ত ১.৬ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং এই ভিডিওটিতে লক্ষাধিক লাইক দেওয়া হয়েছে।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং নেটিজেনরাও এর কমেন্ট বক্সে মন্তব্য করে প্রশংসা করছেন এই জুটির। এই জুটির ‘কিউট কেমিস্ট্রি’তে মুগ্ধ নেটিজেনরা। বলিউডের রোমান্টিক গানে বর-কনের এই নাচের ভিডিওতেও ব্যবহারকারীরা অনেক মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “রব নে বানা দি জোড়ি..!”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Dance viral video