scorecardresearch

চোখধাঁধানো পারফরমেন্সের সেরা ঝলক, এমন নাচের ভিডিও আগে দেখেননি

অবাক করা এমন নাচে বুঁদ নেটজনতা।

Amazing Dance moves,ladkiyo ka dance video,Trending Dance,Viral video,Girls Dance video,trending,Amazing Video,cool dance moves to show off,viral dance moves,trending dance moves,dance moves list,popular dance moves,simple dance moves,easy dance moves that look cool,Ajab Gajab news,Girls Dance,Khabre jara hatke,Viral Video on Social Media

পেশাদার নৃত্যশিল্পীকেও হার মানাবে এদের এই নাচ। সোশ্যাল মিডিয়ায় একদল মেয়ের নাচের ভিডিও ভাইরাল হতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে নেটদুনিয়ায়। এমন নাচের তারিফ না করে কেউই থাকতে পারেন নি। অনেকেই তাদের সিনেমার পর্দায় দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন যে হাজার হাজার ভিডিও ভাইরাল হয়, তার অধিকাংশই নাচের। তবে এমন পারফরমেন্স আগে দেখেননি নেটিজেনরা। অবাক করা এমন নাচে বুঁদ নেটজনতা।

ভাইরাল হওয়া এই ভিডিওতে একদল মেয়েকে বাড়ির উঠানে অসাধারণ নাচে সকলের মন জয় করে নিতে দেখা গিয়েছে। ভিডিওতে মেয়েদের নাচ দেখে মনে হচ্ছে তারা পেশাদার নৃত্যশিল্পীর চেয়ে কম নয়। ভিডিওতে তাদের নাচের স্টেপ, নমনীয়তা এবং মুখের অভিব্যক্তি সত্যিই প্রশংসনীয়, যা দেখে আপনিও প্রশংসা না করে থাকতে পারবে না।শিশুদের নাচ আপনাকে অবাক করতে বাধ্য।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যাতে মেয়েদের ধাপে ধাপে অসাধারণ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করতে দেখা যায়। চলতি বছরের ৫ মে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৭ লাখের বেশি মানুষ লাইক করেছেন ভাইরাল এই ভিডিওটি।  

এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের দেশের ৯০ শতাংশ প্রতিভা গ্রাম বা বস্তিতে লুকিয়ে আছে। যাদের শুধু একটি সুযোগ দরকার। অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি এই শিশুদের সিনেমার পর্দায় দেখতে চাই এবং তাদের শিল্পীসও্বাকে সম্মান জানাই।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Dance viral video