Advertisment

Dancing Dosa Maker: ডলি চাই'ওয়ালার পর সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াল 'ড্যান্সিং দোসা মেকার', দক্ষতায় চোখ কপালে উঠবে

ড্যান্সিং দোসা মেকারের ভিডিও সোশ্যাল মিডিয়ার শিরোনামে। এই দোসা বিক্রেতা তার অনন্য স্টাইলের জন্য ইন্টারনেটে সেনসেশন হয়ে উঠেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
TRENDING, VIral Video, Dosa Wala, dancing dosa vala, dancing dosa maker, street food, trending video, viral video, social media, food video

ড্যান্সিং দোসা মেকারের ভিডিও সোশ্যাল মিডিয়ার শিরোনামে। এই দোসা বিক্রেতা তার অনন্য স্টাইলের জন্য ইন্টারনেটে সেনসেশন হয়ে উঠেছেন।

সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা আমাদের অবাক করে। তেমনই এক ড্যান্সিং দোসা মেকারের ভিডিও সোশ্যাল মিডিয়ার শিরোনামে। এই দোসা বিক্রেতা তার অনন্য স্টাইলের জন্য ইন্টারনেটে সেনসেশন হয়ে উঠেছেন।

Advertisment

প্রতিদিন কোন না কোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিলেন ডলি চাইওয়ালা। যিনি রজনীকান্তের স্টাইলে চা বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় নিজের আলাদাই পরিচিতি গড়ে তুলেছেন। এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। এই ভিডিওটি একজন দোসা বিক্রেতার।

আসলে দোসা বিক্রেতার এই ভিডিও ইন্সটাগ্রামে বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ফুডি সৌরভ। ভিডিওটি 3.5 হাজারের বেশি লাইক পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই দোসা বিক্রেতার নাম দেওয়া হয়েছে ড্যান্সিং দোসা মেকার। দোসা তৈরির এই অনন্য উপায় দেখে সবাই অবাক।

viral
Advertisment