Viral Stunt Video: ভয়, সেটা কি? চলন্ত গাড়িতে দাঁড়িয়ে 'বিপজ্জনক' স্টান্ট, চমকে দিলেন যুবক, ভিডিও ভাইরাল!

গাড়ি চালানোর সময় এক ব্যক্তির বিপজ্জনক স্টান্ট অবাক করেছে নেটদুনিয়াকে। এমন স্টান্ট করা তো দূরের কথা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। ভয়ঙ্কর সেই স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

গাড়ি চালানোর সময় এক ব্যক্তির বিপজ্জনক স্টান্ট অবাক করেছে নেটদুনিয়াকে। এমন স্টান্ট করা তো দূরের কথা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। ভয়ঙ্কর সেই স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

author-image
Sayan Sarkar
New Update
Social Media par Viral, Viral, Dangerous Stunt With Car

ভয়, সেটা কি? গাড়িতে দাঁড়িয়ে 'বিপজ্জনক' স্টান্ট, চমকে দিলেন যুবক ভিডিও ভাইরাল!


Stunt Video: গাড়ি চালানোর সময় এক ব্যক্তির বিপজ্জনক স্টান্ট অবাক করেছে নেটদুনিয়াকে। এমন স্টান্ট করা তো দূরের কথা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। ভয়ঙ্কর সেই স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি শুনশান রাস্তায় গাড়ি চালাচ্ছেন। হঠাৎ করেই তিনি গাড়ির দরজা খুলে এক পা গাড়ির ভেতরে আর অন্য পা দরজায় রেখে দাঁড়ান। এর পর চলন্ত গাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে পড়েন। জেনে অবাক হবেন যে এই সময়ে কেউ গাড়িটি চালাচ্ছিল না। কারণ যে ব্যক্তি স্টান্টটি করছিলেন তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। ভিডিওতে গাড়ির নম্বর প্লেটও স্পষ্ট দেখা যাচ্ছে। নম্বর প্লেট অনুযায়ী গাড়িটি রাজস্থানের।

আরও পড়ুন - < Trending Video: খাল থেকে বেরিয়ে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা, জলদানবের ভিডিও দেখে বুক কেঁপে উঠবে! >

Advertisment

এই ভিডিওটি @Siya17082000 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা, 'পুলিশ এর সেকেন্ড পার্ট আপলোড করবে।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন দু লাখের বেশি মানুষ।

viral Viral Video Trending News