Advertisment

অবসরের দিনে বিরাট চমক! 'বড়কর্তা' মেয়ের হাত থেকেই সংবর্ধনা গ্রহণ, আপ্লূত বাবা, আবেগঘন কাহিনী ভাইরাল

বাবা-মেয়ের আবেগময় মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
police officer, Retiring Police sub-inspector, police officer daughter, trending, viral news, police retirement, viral, father daughter

আধিকারিক হয়ে বাবার অফিসে বদলি হয়ে এলেন মেয়ে। অবসরের দিনে মেয়েকেই দায়িত্ব হস্তান্তর বাবার। এমনই এক আবেগঘন কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অবসরের দিনে মেয়ের হাতেই যাবতীয় দায়িত্ব হস্তান্তর করলেন বাবা। আর সেই ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।

Advertisment

প্রত্যেক সন্তানের সাফল্য বাবা-মায়ের কাছে গর্বের মুহূর্ত। এমন একটি আবেগঘন কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবা, ভেঙ্কটেশ কর্ণাটকের মান্ডিয়ার সেন্ট্রাল পুলিশ থানায় ১৬ বছর সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। বাবার অবসরের আগেই সেই থানাতেই শীর্ষ আধিকারিক হিসাবে বদলি হয়ে আসেন মেয়ে। অবসরের দিনে মেয়ের হাত থেকে পুষ্পস্তবক পেয়ে আপ্লূত বাবা।
বাবা-মেয়ের সেই আবেগময় মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবা ভেঙ্কটেশ মেয়ে বর্ষার কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন অবসর গ্রহণের ঠিক আগের মুহূর্তে। মেয়ের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পেরে রীতিমত গর্বিত বাবা ভেঙ্কটেশ। মোবাইলে ফ্রেমবন্দী সেই দামি মুহূর্ত।

মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে বাবা ভেঙ্কটেশ কর্ণাটকের মান্ডিয়ার সেন্ট্রাল থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি সেখানে ১৬ বছর দায়িত্ব পালন করেন। মজার বিষয় হল, অবসরের দিনে তিনি তার যাবতীয় দায়িত্ব মেয়ের হাতে হস্তান্তর করেন। বর্ষা গত বছর পিএসআই পরীক্ষায় সফল হয়ে কর্ণাটক পুলিশের আধিকারিক হিসাবে কাজে যোগ দেন। এখন বাবা-মেয়ের এই জুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Viral Video
Advertisment