Advertisment

Emotional video: দুরন্ত কৃতিত্বে মারকাটারি সাফল্য, চা'ওয়ালার মেয়ের কীর্তিকে গর্বে বুক ভরে যাবে

অবশেষে CA পরীক্ষায় উত্তীর্ণ! ১০ বছরের কঠোর পরিশ্রম অবশেষ সফল। মেয়ের সাফল্যে চোখ ভিজল বাবার। এমন খুশির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tea seller’s daughter, CA, father, emotional video, hard work, success, success Story, Ca Aspirant, viral video, viral news, trending news,

অবশেষে CA পরীক্ষায় উত্তীর্ণ! ১০ বছরের কঠোর পরিশ্রম অবশেষ সফল। মেয়ের সাফল্যে চোখ ভিজল বাবার। এমন খুশির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Emotional video: "বাবা, আমি সিএ পাস করেছি", ১০ বছরের পরিশ্রম সফল। বাবাকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কান্না মেয়ের। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

অবশেষে CA পরীক্ষায় উত্তীর্ণ! ১০ বছরের কঠোর পরিশ্রম অবশেষ সফল। মেয়ের সাফল্যে চোখ ভিজল বাবার। এমন খুশির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটি তার বাবাকে সিএ হওয়ার কথা জানায়, তখন সে তাকে জড়িয়ে ধরে। আনন্দে চোখ দিয়ে অবিরাম বেরিয়ে আসছে আনন্দাশ্রু।

মেয়েটি তার সাফল্যের ভিডিও লিঙ্কডইনে পোস্ট করতেই তা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মেয়েটির বাবা পেশায় ছিলেন একজন চা বিক্রেতা।

ভিডিওতে দেখা যায় যে মেয়েটির বাবা তার বাইকে বসে আছেন, মেয়েটি যখনই তাকে জানায় যে সে সিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তখনই বাবার চোখে জল এসে যায়, মেয়েটিও তাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতে থাকে।

আরও পড়ুন - < Trending News: দাঁত-মুখ খিঁচিয়ে দুরন্ত গতিতে এগিয়ে আসছে ওটা কী? অটো-র এমন ভোলবদল ভাবা যায়! >

লিংকডইনে নিজের সাফল্যের পুরো গল্পই জানিয়েছেন অমৃতা। তিনি লিখেছেন- 'বাবা, আমি সিএ হয়েছি। পাস করতে ১০ বছর সময় লেগেছে। চোখে স্বপ্ন নিয়ে নিজেকে প্রতিদিন প্রশ্ন করতাম, আমার স্বপ্ন কি কখনো পূরণ হবে? আজ, ১১ জুলাই, এই স্বপ্নকে বাস্তব হতে দেখেছি। হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়। আমার বাবার বিশ্বাস এবং আমার নিষ্ঠা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে'।

viral Trending News
Advertisment