বাচ্চারা যখন ছোট থাকে তখন তাদের মানুষ করতে বাবা-মা প্রাণপাত করেন। বাচ্চারা যখনই বড় হয়, তখন তারা তাদের বাবা-মায়ের খুশির জন্য বিশেষ কোন দিনে মা-বাবাকে কিছু সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। এমনই একটি কাহিনী সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাবার জন্মদিনে বাবাকে পছন্দের গাড়ি উপহার মেয়ের। মেয়ের এই কাণ্ডে আপ্লূত বাবা। কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বাবাকে জন্মদিনে একটা নতুন গাড়ি উপহার দিয়ে চমকে দিলেন মেয়ে। ইনস্টাগ্রাম পেজে শেয়ার করলেন সেই ভিডিওতে, যা এখন ভাইরাল। রিদা থিরানা পেশায় কনটেন্ট ক্রিয়েটার কাম মডেল। তিনি তার পোস্টে লিখেছেন, বাবা ১০ বছর আগে একটি লাল রঙের ন্যানো কিনেছিলেন এবং বহু বছর ধরেই সেটি তিনি চালান। এ বছর তার বাবার জন্মদিনে রিদা তাকে একটি স্বপ্নের গাড়ি উপহার দিয়েছেন।
পোস্টের ক্যাপশনে রিদা লিখেছেন, “শুভ জন্মদিন বাবা.. তোমার জন্মদিনে তোমার পছন্দের উপহার শুধু তোমারই জন্য। নিজের মেয়ের ওপর বিশ্বাস ও আস্থা রাখা্র জন্য তোমাকে ধন্যবাদ..”