Advertisment

Dead Cockroach In The Food Of Vande Bharat: বন্দে ভারত ট্রেনে খাবারে মরা আরশোলা, সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিরাট শোরগোল

৩রা ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করা হয়। খবর লেখার সময় পর্যন্ত ৪৯ হাজারেরও বেশি মানুষ পোস্টটি দেখেছেন। হাজার হাজার মানুষ পোস্টটিতে তাদের মতামত ভাগ করে নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Railway, Railway Food, Cockroach in Railway Food, Viral Post, Viral News, trending on Internet,

এই পোস্টটি ৩রা ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। খবর লেখার সময় পর্যন্ত ৪৯ হাজারেরও বেশি মানুষ পোস্টটি দেখেছেন। হাজার হাজার মানুষ পোস্টটিতে তাদের মন্তব্য ভাগ করে নিয়েছেন।

বন্দে ভারতের মত দেশের প্রথম সারির ট্রেনের খাবারে মিলল মরা আরশোলা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে। রেলের তরফে পরিবেশন করা খাবারে ফের একবার একই রমকের ঘটনা সামনে আসতেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে।

Advertisment

ভারতীয় রেলওয়েকে ভারতে পরিবহনের মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনের মাধ্যমে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। ট্রেনে দীর্ঘ যাত্রায় খাবার নিয়ে যাত্রীদের মধ্যে হামেশাই নানান অভিযোগ শোনা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক হাড় হিম ঘটনা।

নন-ভেজ থালিতে মিলল মরা আরশোলা। এমনই কাণ্ডে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বন্দে ভারতের এই ঘটনায় ফের একবার খাবারের গুনমাণ নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি আইআরসিটিসির নজরে আসে। পোস্টের উত্তরে আইআরসিটিসি লিখেছে 'স্যার, আপনার অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেদনা করা হচ্ছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।

৩রা ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করা হয়। খবর লেখার সময় পর্যন্ত ৪৯ হাজারেরও বেশি মানুষ পোস্টটি দেখেছেন। হাজার হাজার মানুষ পোস্টটিতে তাদের মতামত ভাগ করে নিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন – 'খাবারের মান সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ, আমি কখনই রেলওয়ে থেকে কিছু অর্ডার করব না'।

Viral Video
Advertisment