Advertisment

চালের প্যাকেটে 'মরা ইঁদুর'! তদন্তে জানা গেল অন্যকিছু

প্যাকেট খুলতেই আঁতকে ওঠেন লিচ দম্পতি! তাঁরা দেখেন, চালের মধ্যে আটকে রয়েছে একটা 'মরা ইঁদুর'!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি টুইটার থেকে।

চালে পোকা। এ আর নতুন কী! কিন্তু, চালে যদি মরা ইঁদুর থাকে? তার উপর সেই চাল যদি আবার নামী সংস্থার প্যাকেটজাত হয়? তাহলেই ভেবে দেখুন একবার! সম্প্রতি এমনই অভিজ্ঞতা হয়েছে রিচার্ড লিচের। ব্রিটেনের লিডল সুপার মার্কেট থেকে মাইক্রোওয়েভে রন্ধনযোগ্য চালের প্যাকেট কেনেন রিচার্ড। তারপর বাড়িতে এসে সেই প্যাকেট খুলতেই আঁতকে ওঠেন লিচ দম্পতি! তাঁরা দেখেন, চালের মধ্যে আটকে রয়েছে একটা 'মরা ইঁদুর'! এরপরই ছবি-সহ গোটা ঘটনা টুইট করেন ক্ষুব্ধ রিচার্ড। কিন্তু, শেষ পর্যন্ত যা হল, তা জানলে আপনি হতবাক হবেন।

Advertisment


রিটার্ড টুইটে লেখেন, "@Lidl অমি অবাক হয়ে গিয়েছি! আমাকে জানানো যেতে পারে, কীভাবে এই ইঁদুরটি প্যাকেটের মধ্যে ঢুকল? ইঁদুর রেঁধে ফেলায় আমার ঘরে এখন দুর্গন্ধে টেকা দায় এবং আমার স্ত্রী বমি করেই চলেছেন"। রিচার্ডের এই টুইট রীতিমতো সাড়া ফেলে দেয়, মুহূর্তে তা ভাইরালও হয়ে ওঠে। নেটিজেনরা সমালোচনার পাশাপাশি এ নিয়ে ঠাট্টা করতেও শুরু করেন। আর এরপরই তদন্তে নামে লিডল মার্কেট কর্তৃপক্ষ। তদন্তে দেখা যায়, ভুল হয়ে গেছে বিলকুল...

ইন্ডিপেনডেন্ট-এ প্রকাশিত খবর অনুযায়ী, তদন্তের পর বাজার কর্তৃপক্ষ জানায়, ওটা মৃত ইঁদুর নয়। আসলে, ইঁদুরের আকৃতির খাদ্যপণ্য। বিষয়টা আসলে বুঝতে ভুল হয়ে গিয়েছে...

Read full story in English

Social Media viral
Advertisment