পর্যটকদের মাঝেই হঠাৎ জেগে উঠল ঘুমন্ত আগ্নেয়গিরি, পুড়ে গেছেন অনেকে

আশঙ্কা করা হচ্ছে, আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাই ও পাথর আশপাশের এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আশঙ্কা করা হচ্ছে, আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাই ও পাথর আশপাশের এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আচমকাই জেগে উঠল আগ্নেয়গিরি। গলগল করে নির্গত হতে থাকে কালো ধোঁয়া। সে সময় পর্যটকের ভীড় ছিল ছোট্ট দ্বীপ হোয়াইট আইল্যান্ড। পুলিশ সূত্রে খবর, অগ্নুত্‍‌পাতের কারণে আহত হয়েছেন বেশ কিছু মানুষ। ফ্রোবসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সাত জন গুরুতর ভাবে পুড়ে গেছেন।

Advertisment

৯ ডিসেম্বর স্থানীয় সময় অনুযায়ী ২.১১ মিনিটে, হঠাৎই ভুমিকম্প হয়। তারপরই হোয়াইট আইল্যান্ড দ্বীপের একটি টিলা থেকে পাথর পড়তে থাকে, কয়েক সেকেন্ডের মধ্যেই ধোঁয়া সহ আগুন নির্গত হতে থাকে। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের হোয়াইটস আইল্যান্ডে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি মানের অগ্নুত্‍‌পাতের ঘটনা ঘটেছে। সতর্কতার স্তর ৪ নম্বর ছিল। এই সংখ্যা ৫ হয়ে গেলে তাকে গুরুতর অগ্নুত্‍‌পাত বলে চিহ্নিত করা হবে। আশঙ্কা করা হচ্ছে, আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাই ও পাথর আশপাশের এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

দেখুন ভিডিও...

Advertisment

viral