New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/viral-1.jpg)
জিমে সাবসক্রিপশন নেওয়ার সপ্তাহ দুয়েক পর সেই চত্বরে যেতে আর ইচ্ছা করে না। এমন প্রবণতা কম বেশি সব মানুষেরই রয়েছে। আবার যারা খুবই ডেডিকেট শরীর চর্চা নিয়ে তাদের কোনো কিছুই বাঁধা হয়ে দাড়ায় না। কিন্তু ঠিক কী করলে জিমে মন বসবে ? তারই মন্ত্র রয়েছে দীপিকা পাড়ুকোণের জিম করার ভিডিওতে।
Advertisment
জনপ্রিয় জিম ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এরপরই ভাইরাল হয়ে যায় নেটিজেনদের হাতে। দেখা যাচ্ছে, অভিনেত্রী গানের সঙ্গে নেচে নেচে শরীর চর্চা করছেন। তাও আবার লুঙ্গি ডান্স গানের সঙ্গে। দীপিকা জানিয়েছেন, শরীর চর্চার সঙ্গে মন ভালো রাখা একান্ত প্রয়োজন।
View this post on InstagramA post shared by Yasmin Karachiwala (@yasminkarachiwala) on