"সস্তার প্রচারের জন্য ছাত্র-ছাত্রীদের পাশে দীপিকা", কী বলছে সোশাল মিডিয়ায়?

"দীপিকাকে পুলওমার সময় দেখা যায়নি, কাশ্মীর পণ্ডিতের পাশেও তিনি দাঁড়াননি, এখন সস্তার প্রচার করতে ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন"

"দীপিকাকে পুলওমার সময় দেখা যায়নি, কাশ্মীর পণ্ডিতের পাশেও তিনি দাঁড়াননি, এখন সস্তার প্রচার করতে ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেউ বলছে "সাহসী পদক্ষেপ", কেউ আবার "ছাপাক ছবির অভিনব প্রচার" বলেও কটাক্ষ করেছেন। গতকাল সন্ধে সাড়ে সাতটার পর থেকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে এমনই ভিন্ন মতামতে ভরে উঠেছে সোশাল মিডিয়া। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন দীপিকা। এরপর থেকে সোশাল মিডিয়া মারফত শুরু হয় কটাক্ষ মন্তব্য। তবে নেট পাড়ার একাংশ এই গোটা ঘটনার প্রশংসাও করেছেন।

Advertisment

"দীপিকাকে পুলওমার সময় দেখা যায়নি, কাশ্মীর পণ্ডিতের পাশেও তিনি দাঁড়াননি, এখন সস্তার প্রচার করতে ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন" #বয়কটছাপাক উল্লেখ করে এওমনই মন্তব্য করেছেন এই ইউজার।

আরও পড়ুন:কী কাণ্ড! দীপিকাকে দেখে মুখ ব্যাঁকালো আমজনতা, কিন্তু কেন?

Advertisment

আরও পড়ুন: জেএনইউ-এর আন্দোলনকারী পড়ুয়াদের পাশে বলিউড ডিভা দীপিকা

তবে এই সবের বিরুদ্ধে গিয়ে একজন প্রশ্ন তুলেছেন, "কেন বয়কট করা হবে দীপিকার ছাপাক ছবিকে? কেন দীপিকাকে বয়কট করা হবে? শুধু মাত্র রবিবার ঘটে যাওয়া জেএনইউ হামলার বিরুদ্ধে গিয়ে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন বলে?"

গতকালের সাহসী পদক্ষেপকে নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবিরে শুরু হয়েছে পাল্টা আক্রমণ। বিজেপি নেতা নেত্রীরা ছাপাক ছবি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সুরে তাল মিলিয়েছে বিজেপি সমর্থকরা। আবার একইসঙ্গে #আইসাপোর্টদীপিকা ও ট্রেন্ড করতে শুরু করেছে।

এর আগে 'পদ্মাবত' ছবি নিয়েও বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তবে এবারের বয়কট নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি দীপিকাকে।

উল্লেখ্য, মঙ্গলবার আহত ঐশী ঘোষের পাশে এসে দাঁড়িয়েছেন, দীপিকা পাড়ুকোন। কানহাইয়া কুমার যখন আজাদির স্লোগান তুলেছিলেন, তাঁদের পাশেই ছিলেন তিনি।

viral news viral deepika padukone