New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/deepika-padukone.jpg)
"দীপিকাকে পুলওমার সময় দেখা যায়নি, কাশ্মীর পণ্ডিতের পাশেও তিনি দাঁড়াননি, এখন সস্তার প্রচার করতে ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন"
কেউ বলছে "সাহসী পদক্ষেপ", কেউ আবার "ছাপাক ছবির অভিনব প্রচার" বলেও কটাক্ষ করেছেন। গতকাল সন্ধে সাড়ে সাতটার পর থেকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে এমনই ভিন্ন মতামতে ভরে উঠেছে সোশাল মিডিয়া। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন দীপিকা। এরপর থেকে সোশাল মিডিয়া মারফত শুরু হয় কটাক্ষ মন্তব্য। তবে নেট পাড়ার একাংশ এই গোটা ঘটনার প্রশংসাও করেছেন।
"দীপিকাকে পুলওমার সময় দেখা যায়নি, কাশ্মীর পণ্ডিতের পাশেও তিনি দাঁড়াননি, এখন সস্তার প্রচার করতে ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন" #বয়কটছাপাক উল্লেখ করে এওমনই মন্তব্য করেছেন এই ইউজার।
আরও পড়ুন:কী কাণ্ড! দীপিকাকে দেখে মুখ ব্যাঁকালো আমজনতা, কিন্তু কেন?
আসন্ন ছবি “ছাপাক”এর প্রচারে অভিনবত্ব দেখালেন দীপিকা পাডুকোন ! ছবির প্রচার শুরু হলো JNU থেকে !
Quite innovative publicity-stunt by Deepika Padukone in JNU for her upcoming movie "Chhapaak”.Hope to see her soon in Jamia Milia & Jadavpur University @deepikapadukone @narendramodi— Anupam Hazra (Dr. Anupam Hazra) (@tweetanupam) January 8, 2020
Never Seen #DeepikaPadukone Visit URI Martyr's family
Never Seen Her Visit Pulwama Martyrs
Never Seen Her Visit Kashmiri Pandit family
Yesterday’s Visit Was A Cheap Publicity Stunt. #boycottchhapaak pic.twitter.com/t6OXWm6cZs
— Vinita Hindustani???????? (@Being_Vinita) January 8, 2020
I have cancelled chapaak ticket yesterday. Now i will watch tanha ji with my family..#boycottchhapaak pic.twitter.com/juJGo5wyCI
— Rohit Joshi (@rohit0785) January 8, 2020
#DeepikaPadukone you should have not supported jNU student who were against registration . Left supported union were responsible for all fiasco in JNU .
— Ram Gopal Soni (@RamGopa98974243) January 8, 2020
আরও পড়ুন: জেএনইউ-এর আন্দোলনকারী পড়ুয়াদের পাশে বলিউড ডিভা দীপিকা
তবে এই সবের বিরুদ্ধে গিয়ে একজন প্রশ্ন তুলেছেন, "কেন বয়কট করা হবে দীপিকার ছাপাক ছবিকে? কেন দীপিকাকে বয়কট করা হবে? শুধু মাত্র রবিবার ঘটে যাওয়া জেএনইউ হামলার বিরুদ্ধে গিয়ে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন বলে?"
গতকালের সাহসী পদক্ষেপকে নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবিরে শুরু হয়েছে পাল্টা আক্রমণ। বিজেপি নেতা নেত্রীরা ছাপাক ছবি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সুরে তাল মিলিয়েছে বিজেপি সমর্থকরা। আবার একইসঙ্গে #আইসাপোর্টদীপিকা ও ট্রেন্ড করতে শুরু করেছে।
Deepika have explained it that taking selfies with PM is totally different from being a true Indian by standing for the oppressed against masked and unveil them ... Let all other actors do the same .. #ISupportDeepikaPadukone pic.twitter.com/niKqCOGFJP
— Fan_Fg1 (@Fan_Fg1) January 8, 2020
#ISupportDeepika I support @deepikapadukone real heroin in life and brave women salute you mam #ISupportDeepikaPadukone pic.twitter.com/zXaRwntsRc
— Mayank Dwivedi (@KMayankDwivedi) January 8, 2020
এর আগে 'পদ্মাবত' ছবি নিয়েও বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তবে এবারের বয়কট নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি দীপিকাকে।
উল্লেখ্য, মঙ্গলবার আহত ঐশী ঘোষের পাশে এসে দাঁড়িয়েছেন, দীপিকা পাড়ুকোন। কানহাইয়া কুমার যখন আজাদির স্লোগান তুলেছিলেন, তাঁদের পাশেই ছিলেন তিনি।