scorecardresearch

সহজেই শহরের দোকানে পাওয়া যায় অ্যাসিড! স্টিং অপারেশনে দীপিকা কিনলেন ২৪ বোতল

শহরের একাধিক দোকানে খোলাখুলি বিক্রি হচ্ছে মারাত্মক অ্যাসিড। যা জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে জলজ্যান্ত প্রাণকে।

সহজেই শহরের দোকানে পাওয়া যায় অ্যাসিড! স্টিং অপারেশনে দীপিকা কিনলেন ২৪ বোতল

কত সহজ অ্যাসিড কেনা? শহর ঘুরে মন্তব্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। শহরের একাধিক দোকানে খোলাখুলি বিক্রি হচ্ছে মারাত্মক অ্যাসিড। যা জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে জলজ্যান্ত প্রাণকে। দেশে কীভাবে অ্যাসিড বিক্রি হয়, তা দেখতে স্টিং অপারেশন করলেন দীপিকা পাড়ুকোন। এরপর যে তথ্য উঠে এল তাতে চমকে ওঠেন অভিনেত্রী। সম্প্রতি সেই স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু অভিনেতা অভিনেত্রী দোকানে গিয়ে না না বাহানায় অ্যাসিড কিনছেন। অতি সহজেই দোকানদার সেটি বিক্রি করছে। দীপিকা জানিয়েছেন, আমাদের দল এক দিনে ২৪ বোতল অ্যাসিড সংগ্রহ করেছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে অ্যাসিড বিক্রি করা হয় না।

দেখুন দীপিকা পাড়ুকোনের স্টিং অপারেশনের ভিডিও…

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Deepika padukone sting operation to find out how easy it is to buy acid collects 24 bottles in a day