New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-79.jpg)
অসাধারণ দক্ষতা ও সতর্কতার কারণে কুমিরের আক্রমণ এড়াতে সক্ষম হয়েছে হরিণটি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওয়াইল্ড লাইফ ভিডিওগুলি মানুষজনকে দারুণ ভাবে আনন্দ দেয়। যদি সেই ভিডিওটি শিকারের সঙ্গে সম্পর্কিত হয় তা মানুষের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে বহুগুণে। এই মুহুর্তে ভাইরাল হওয়া ভিডিওতেও হরিণ ও কুমিরের মধ্যে তীব্র লড়াই দেখা যাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে হরিণকে নদী থেকে জল খেতে দেখা যাচ্ছে ঠিক সেই সময় কুমিরের অতর্কিতে আক্রমণে করতে দেখা যায়। হরিণের সতর্কতার কারণে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ভিডিওতে, দেখা যাচ্ছে হরিণটি শান্তভাবে নদী থেকে জল পান করছে, হঠাৎ করেই জল থেকে কুমিরটি হরিণের ওপর আক্রমণ করে। অসাধারণ দক্ষতা ও সতর্কতার কারণে কুমিরের আক্রমণ এড়াতে সক্ষম হয়েছে হরিণটি।
about those reflexes .. pic.twitter.com/jxaBROubBw
— clips that go hard (@clipsthatgohard) May 5, 2023
কুমিরের আক্রমণের এই ভিডিওটি টুইটারে @clipsthatgohard নামের ভাইরাল হয়েছে। ১২ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ১৬ লাখ বার দেখা হয়েছে, অন্যদিকে ৫৩ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে মানুষ হরিণের গতির প্রশংসা করেছেন।