জ্যাম এড়াতে ফুট ওভার ব্রিজে উঠলো অটো, চালকের কীর্তিতে চোখ কপালে। সোশ্যাল মিডিয়ায় এক অটোরিকশা চালকের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যানযট এড়াতে আশ্চর্যজনক উপায় খুঁজে বের করেছেন । যা দেখে হুঁশ উড়েছে নেটপাড়ার।
Advertisment
দিল্লি G-20 সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত। G-20 সম্মেলনের কারণে দিল্লির বেশ কিছু জায়গায় যানবাহনের চাপ বাড়ছে। অনেক জায়গায় যানজট এত বেড়ে গিয়েছে দিল্লি জুড়ে সাধারণ মানুষের নাস্তানাবুদ অবস্থা। জ্যাম এড়াতে অভিনব উপায় উপায় খুঁজে নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে।
ভিডিওটি দিল্লি সঙ্গম বিহার ট্রাফিক সার্কেল এলাকার বলেই জানা গিয়েছে। যেখানে একজন অটো চালক ফুট ওভার ব্রিজের উপর দিয়ে অটো চালিয়ে নিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য দেখে সকলেই অবাক। দাঁড়িয়ে থাকা লোকজনও অটোচালকের এই কাজ দেখে অবাক।
ভিডিওতে দেখা যায়, চারদিকে যানজট। এদিকে একজন অটো চালক এসে সরাসরি ফুটওভার ব্রিজের ওপর দিয়ে অটোটিকে চালিয়ে নিয়ে এগিয়ে যান। অটোচালকের এই স্টান্ট দেখে সেখানে উপস্থিত লোকজন বেশ অবাক। বর্তমানে এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় ক্রমেই ভাইরাল হচ্ছে। লোকেরা এটি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করছে। যাইহোক, অটো চালকের এই স্টান্টটি আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন।