New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/POLICE.jpg)
করোনার বিরুদ্ধে লড়াই আজও অব্যাহত। করোনা যোদ্ধাদের বিভিন্ন মানুষ নানা ভাবে তাদেরকে সম্মান জানিয়েছে। ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের সম্মান জানানোর জন্য সৃজনশীল উপায়ও খুঁজে বের করেছেন।
Advertisment
লকডাউনটি কার্যকর করতে সদা তত্্পর পুলিশ। তাদেরকেও সম্মান জানিয়েছে বহু মানুষ। কিন্তু, দিল্লি পুলিশ রজত রাঠোর এখন সোশাল মিডিয়ার মন কেড়েছে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ভারতের স্বাস্থ্য কর্মী এবং পুলিশকে শ্রদ্ধা জানাতে একটি সঙ্গীত পরিবেশন করবেন। সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় সেই গানের ভিডিও এখন ভাইরাল।দেখা যাচ্ছে, রাঠোর অক্ষয় কুমারের ২০১৯ সালের কেশারি ছবির "তেরি মিট্টি" গানটি করছেন।